সাইকেলে সজোরে ধাক্কা, বাইকের চাকায় আটকে ঘষতে ঘষতে গেল...! মর্মান্তিক পরিণতি 'গরিব' ফেরিওয়ালার

Last Updated:

প্রতিদিনের মতোই কাজ থেকে বাড়ি ফিরছিলেন তিনি। পথে ঘটে এই দুর্ঘটনাটি। আর ফেরা হল না বাড়ি।

গোলাম রসুল মোল্লার দুর্ঘটনাগ্রস্থ সাইকেল
গোলাম রসুল মোল্লার দুর্ঘটনাগ্রস্থ সাইকেল
মহেশতলা, দক্ষিণ ২৪ পরগণা, নবাব মল্লিক: মহেশতলায় বাইকের ধাক্কায় মর্মান্তিকভাবে মৃত্যু হল এক ফেরিওয়ালার। জানা গিয়েছে, সাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন গোলাম রসুল মোল্লা নামের ওই ফেরিওয়ালা। সেই সময় মহেশতলার মেহমানপুরে বজবজ ট্রাঙ্ক রোডের উপর ওই সাইকেল আরোহীকে পিছন থেকে সজোরে ধাক্কা মারে বাইকচালক।
ধাক্কা দেওয়ার পরও থামেনি বাইক। টেনে হিঁচড়ে নিয়ে যায় সাইকেল আরোহীকে। এই ঘটনায় রাস্তায় লুটিয়ে পড়েন সাইকেল আরোহী। তড়িঘড়ি স্থানীয়রা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে বজবজ ইএসআই হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁর অবস্থার অবনতি হওয়ায় কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় সাইকেল আরোহী গোলাম রসুলের। পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য ছিলেন তিনি।
advertisement
আরও পড়ুনঃ দিনের পর দিন হুমকি, ‘ব্ল্যাকমেল’! প্রতিবেশী গৃহবধূর উপর যুবকের কুদৃষ্টি, ধর্ষণের অভিযোগ, পলাতক অভিযুক্ত
এই মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমেছে পরিবারে। পুলিশ সূত্রে খবর, মৃত সাইকেল আরোহী মহেশতলা পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের নিশ্চিন্তপুর মোল্লা পাড়ার বাসিন্দা। গোলাম রসুল মোল্লা (৪৭) তাঁর স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে থাকতেন। প্রতিদিনের মতোই কাজ থেকে বাড়ি ফিরছিলেন তিনি। পথে ঘটে এই দুর্ঘটনাটি।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ইতিমধ্যেই বাইক চালককে আটক করেছে পুলিশ এবং বাইকটিকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। দেহটি ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে জানিয়েছে পুলিশ। এদিকে এই ঘটনার পর এলাকায় নেমেছে শোকের ছায়া। পথে চলার সময় আরও সচেতন হয়ে বাইক বা সাইকেল চালালে এমন দুর্ঘটনা রোখা যাবে বলে মনে করছেন স্থানীয়রাও।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সাইকেলে সজোরে ধাক্কা, বাইকের চাকায় আটকে ঘষতে ঘষতে গেল...! মর্মান্তিক পরিণতি 'গরিব' ফেরিওয়ালার
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement