রাস্তায় পাইপলাইনের কাজের পর হয়নি সংস্কার! বৈদ্যবাটিতে প্রাণ গেল বাইক চালকের
- Reported by:Rahi Haldar
- hyperlocal
- Published by:Suman Majumder
Last Updated:
Baidyabati road accident: বুধবার দুপুরে বৈদ্যবাটি চৌমাথা সংলগ্ন এলাকায় রাস্তায় পাইপলাইনের কাজের পরে রাস্তা সংস্কার না হওয়ার জন্য দুর্ঘটনার শিকার বাইকআরোহী। রাস্তায় পড়ে গিয়ে প্রাণ হারান তিনি।
হুগলি: রাস্তায় পাইপলাইনের কাজের পর রাস্তা সংস্কার হয়নি। ফলে দুর্ঘটনার শিকার বাইক আরোহী। দুর্ঘনাটাগ্রস্থ ওই বাইক চালককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। ঘটনাটি ঘটে বুধবার দুপুরে বৈদ্যবাটি চৌমাথা সংলগ্ন এলাকায়। মৃত ব্যক্তির নাম সমীর মল্লিক।
স্থানীয় সূত্রের খবর, বুধবার দুপুর ১২ টা নাগাদ বৈদ্যবাটির দিক থেকে শেওড়াফুলির দিকে যাচ্ছিলেন ওই বাইক আরোহী। ক’দিন আগে জিটি রোডের ওপর পাইপ লাইন বসার কাজ হয়। তার পর সম্পূর্ণরূপে রাস্তা সংস্কার করা হয়নি বলে দাবি স্থানীয়দের।
আরও পড়ুন- লক্ষ-লক্ষ টাকার ওষুধ পুড়ে ছাই, ৪ ঘণ্টা ধরে দমকলের জোর লড়াই করেও আগুন জ্বলছে
আজ বেলায় সেখান দিয়েই যাচ্ছিলেন এক বাইক আরোহী। নিয়ন্ত্রণ হারিয়ে সেখানে পড়ে যান তিনি। তখনই পেছন থেকে আসা একটি পণ্যবাহী গাড়ি ধাক্কা মারে তাঁকে।
advertisement
advertisement
দ্রুত তাঁকে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত ব্যক্তি সমীর মল্লিক বৈদ্যবাটী ১৭ নম্বর ওয়ার্ড গোবিন্দনগর এলাকার বাসিন্দা। বছর ৫৪ বয়সী ওই ব্যক্তির মৃত্যুর পর ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পণ্যবাহী গাড়িটির খোঁজ চালাচ্ছে পুলিশ।
প্রসঙ্গত, জলের পাইপলাইন বসানোর জন্য জেলার বিভিন্ন এলাকায় রাস্তা খুঁড়ে সেখানে পাইপ লাইন বসানো হয়েছে। কয়েকদিন আগেই রাস্তার পাইপ লাইন বসানোর পাইপে ধাক্কা লেগে মৃত্যু হয়েছিল এক পথচারীর।
advertisement
আরও পড়ুন- সানাই শুনিয়ে জঙ্গিপুরে বাজিমাত করবে বিজেপি?
সেদিন রাস্তার পাশে পাইপলাইনে বসানোর পাইপ পেটে ঢুকে মৃত্যু হয়েছিল তাঁর। এবার খারাপ রাস্তা দিয়ে বাইক চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যু হল আরও এক পথচারীর। উন্নয়নের কাজে প্রাণহানি যেন না হয় সেই কথাই বলছেন স্থানীয়রা।
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
Apr 24, 2024 5:53 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রাস্তায় পাইপলাইনের কাজের পর হয়নি সংস্কার! বৈদ্যবাটিতে প্রাণ গেল বাইক চালকের








