রাস্তায় পাইপলাইনের কাজের পর হয়নি সংস্কার! বৈদ্যবাটিতে প্রাণ গেল বাইক চালকের

Last Updated:

Baidyabati road accident: বুধবার দুপুরে বৈদ্যবাটি চৌমাথা সংলগ্ন এলাকায় রাস্তায় পাইপলাইনের কাজের পরে রাস্তা সংস্কার না হওয়ার জন্য দুর্ঘটনার শিকার বাইকআরোহী। রাস্তায় পড়ে গিয়ে প্রাণ হারান তিনি।

প্রতিকী চিত্র 
প্রতিকী চিত্র 
হুগলি: রাস্তায় পাইপলাইনের কাজের পর রাস্তা সংস্কার হয়নি। ফলে দুর্ঘটনার শিকার বাইক আরোহী। দুর্ঘনাটাগ্রস্থ ওই বাইক চালককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। ঘটনাটি ঘটে বুধবার দুপুরে বৈদ্যবাটি চৌমাথা সংলগ্ন এলাকায়। মৃত ব্যক্তির নাম সমীর মল্লিক।
স্থানীয় সূত্রের খবর, বুধবার দুপুর ১২ টা নাগাদ বৈদ্যবাটির দিক থেকে শেওড়াফুলির দিকে যাচ্ছিলেন ওই বাইক আরোহী। ক’দিন আগে জিটি রোডের ওপর পাইপ লাইন বসার কাজ হয়। তার পর সম্পূর্ণরূপে রাস্তা সংস্কার করা হয়নি বলে দাবি স্থানীয়দের।
আরও পড়ুন- লক্ষ-লক্ষ টাকার ওষুধ পুড়ে ছাই, ৪ ঘণ্টা ধরে দমকলের জোর লড়াই করেও আগুন জ্বলছে
আজ বেলায় সেখান দিয়েই যাচ্ছিলেন এক বাইক আরোহী। নিয়ন্ত্রণ হারিয়ে সেখানে পড়ে যান তিনি। তখনই পেছন থেকে আসা একটি পণ্যবাহী গাড়ি ধাক্কা মারে তাঁকে।
advertisement
advertisement
দ্রুত তাঁকে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত ব্যক্তি সমীর মল্লিক বৈদ্যবাটী ১৭ নম্বর ওয়ার্ড গোবিন্দনগর এলাকার বাসিন্দা। বছর ৫৪ বয়সী ওই ব্যক্তির মৃত্যুর পর ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পণ্যবাহী গাড়িটির খোঁজ চালাচ্ছে পুলিশ।
প্রসঙ্গত, জলের পাইপলাইন বসানোর জন্য জেলার বিভিন্ন এলাকায় রাস্তা খুঁড়ে সেখানে পাইপ লাইন বসানো হয়েছে। কয়েকদিন আগেই রাস্তার পাইপ লাইন বসানোর পাইপে ধাক্কা লেগে মৃত্যু হয়েছিল এক পথচারীর।
advertisement
আরও পড়ুন- সানাই শুনিয়ে জঙ্গিপুরে বাজিমাত করবে বিজেপি?
সেদিন রাস্তার পাশে পাইপলাইনে বসানোর পাইপ পেটে ঢুকে মৃত্যু হয়েছিল তাঁর। এবার খারাপ রাস্তা দিয়ে বাইক চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যু হল আরও এক পথচারীর। উন্নয়নের কাজে প্রাণহানি যেন না হয় সেই কথাই বলছেন স্থানীয়রা।
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রাস্তায় পাইপলাইনের কাজের পর হয়নি সংস্কার! বৈদ্যবাটিতে প্রাণ গেল বাইক চালকের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement