Poisonous Snake Panic: বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে বিষধর সাপ! শহরের মধ্যে প্রবল আতঙ্ক
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Poisonous Snake Panic: বর্ষার সময় রাস্তাঘাট আগাছায় ঢেকে থাকে। নিচু জমিতে জল জমার ফলে উঁচু স্থানে আশ্রয় নেয় সাপ। ফলে বর্ষার দিনে বাড়ে আতঙ্ক। সন্ধের পর থেকে এক প্রকার গৃহবন্দী হয়ে পড়ে এলাকার মানুষ। আর তাই গত কয়েক বছরে সাপের আতঙ্ক দারুণভাবে গ্রাস করেছে এখানকার বাসিন্দাদের
হাওড়া: বিষধর সাপের আতঙ্কে ঘুম উড়েছে মানুষের। শহরের মধ্যে সাপের আতঙ্কে কাঁটা বাসিন্দারা। ঘটনাটি হাওড়া পুরসভার ৫০ নম্বর ওয়ার্ডের। বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে বিষধর সাপ। এই পরিস্থিতিতে পরিবারের ছোট ছোট ছেলেমেয়েদের নিয়ে প্রবল চিন্তায় পড়ে গিয়েছে এখানকার মানুষজন।
বর্ষার সময় রাস্তাঘাট আগাছায় ঢেকে থাকে। নিচু জমিতে জল জমার ফলে উঁচু স্থানে আশ্রয় নেয় সাপ। ফলে বর্ষার দিনে বাড়ে আতঙ্ক। সন্ধের পর থেকে এক প্রকার গৃহবন্দী হয়ে পড়ে এলাকার মানুষ। আর তাই গত কয়েক বছরে সাপের আতঙ্ক দারুণভাবে গ্রাস করেছে এখানকার বাসিন্দাদের। এবারও বর্ষার বহু আগে থেকেই সাপের উপদ্রব শুরু হয়েছে হাওড়া পুরসভার ৫০ নম্বর ওয়ার্ডের পেয়ারা বাগান এলাকায়।
advertisement
advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জমা জল সহ বিভিন্ন রকম সমস্যা রয়েছে এই এলাকায়। তবে গত কয়েক বছরে এখানকার সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বিষধর সাপের আতঙ্ক। স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ জানিয়েছেন, পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে এলাকায় বাস করা একপ্রকার অসম্ভব হয়ে উঠেছে। সাপে কামড়ে প্রাণহানির মত ঘটনাও ঘটছে।
advertisement
হাওড়া পুরসভা বা বন দফতরকে জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ। এই প্রসঙ্গে হাওড়া পুরসভার প্রশাসনিক মণ্ডলীর প্রধান সুজয় চক্রবর্তী জানান, এর জন্য হাওড়া পুরসভায় এই সমস্যা সমাধানের নির্দিষ্ট কোনও দফতর বা বিভাগ নেই। তবে পরিস্থিতির গুরুত্ব বুঝে তিনি সমস্যা সমাধানের সর্বোচ্চ চেষ্টা করবেন বলেছেন।
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 28, 2024 8:42 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Poisonous Snake Panic: বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে বিষধর সাপ! শহরের মধ্যে প্রবল আতঙ্ক