West Bardhaman News : সরকারি আধিকারিককে পুরো একটা দিন এলাকায় কাটানোর প্রস্তাব! হঠাৎ কী হল?
- Published by:Sovan Goswami
- hyperlocal
- Reported by:Nayan Ghosh
Last Updated:
কারখানার এই দুর্গন্ধে অসুস্থ হয়ে পড়ছেন এলাকার মানুষ। ঘরে থাকতে পারছেন না। সকাল থেকে রাত পর্যন্ত একই সমস্যা নিয়ে বসবাস করতে হচ্ছে তাদের।
পানাগড়, পশ্চিম বর্ধমান : একটি কারখানার কারণে রীতিমত ঘরে থাকা দায় হয়ে উঠেছে পানাগড় শিল্পতালুকের আশপাশের গ্রামবাসীদের। যদিও কারখানা নিয়ে কোনও সমস্যা নেই। তবে কারখানা থেকে ছড়ানো দুর্গন্ধ আর সহ্য করতে পারছেন না এলাকার মানুষ। কারখানা কর্তৃপক্ষকে আবেদন জানানো হয়েছে বারবার। কিন্তু সমস্যার কোনও সমাধান হয়নি। স্থানীয়রা চাইছেন দ্রুত সমাধান।
প্রসঙ্গত, পানাগড় শিল্পতালুকে রয়েছে একটি ইথানল তৈরির কারখানা। সেই কারখানা থেকেই এলাকায় ব্যাপক দুর্গন্ধ ছড়াচ্ছে বলে অভিযোগ। স্থানীয়রা বলছেন, বিগত কয়েক বছর ধরেই এই সমস্যা তারা সহ্য করছেন। কিন্তু কারখানার এই দুর্গন্ধে অসুস্থ হয়ে পড়ছেন এলাকার মানুষ। ঘরে থাকতে পারছেন না। সকাল থেকে রাত পর্যন্ত একই সমস্যা নিয়ে বসবাস করতে হচ্ছে তাদের।
advertisement
advertisement
সমস্যার কথা জানতে পেরে এলাকা পরিদর্শনে এসেছিলেন পলিউশন কন্ট্রোল বোর্ডের এক আধিকারিক। এই বিষয়ে আগেও একবার পরিদর্শন হয়েছিল। সেই রিপোর্টও পাঠানো হয়েছে বলে খবর। কিন্তু স্থানীয়রা ওই সরকারি আধিকারিককে প্রস্তাব দেন, তিনি যেন পুরো একটা দিন ওই এলাকায় বসবাস করেন। তাহলে তিনি বুঝতে পারবেন কারখানা দুর্গন্ধের জন্য বাস্তবে কতটা সমস্যায় পড়তে হচ্ছে এলাকাবাসীকে।
advertisement
স্থানীয়রা বলছেন, পানাগড় শিল্পতালুক নিয়ে তাদের সমস্যা নেই। শিল্পতালকে নতুন কারখানা হলে, শ্রীবৃদ্ধি হলে আশপাশের মানুষজন উপকৃত হবেন। এলাকার আর্থসামাজিক অবস্থার উন্নতি হবে।
আরও খবর পড়তে ফলো করুন
advertisement
বহু বেকার যুবক যুবতীর কর্মসংস্থান হবে। কিন্তু এই দুর্গন্ধ নিয়ে তারা থাকতে পারছেন না। তাই সমস্যার দ্রুত সমাধান চান সকলে।
নয়ন ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 26, 2024 3:15 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bardhaman News : সরকারি আধিকারিককে পুরো একটা দিন এলাকায় কাটানোর প্রস্তাব! হঠাৎ কী হল?
