Birbhum News: ব্রিটিশ আমলের 'সের-পাই'! সেই শিল্প বাঁচিয়ে রেখেছেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত এই পরিবার
- Published by:Sanchari Kar
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
Birbhum News: আমকাঠ দিয়ে তৈরি হত সেরপাই। এখন হয় সোনাঝুরি দিয়ে। নির্দিষ্ট মাপ অনুযায়ী কেটে যে পাত্র বা খোনাটি তৈরি হয়, তার নাম ডোল।
বীরভূম: স্বাধীনতা লড়াইয়ের সময় কংগ্রেসের ইংরেজিবিদ্য বাবু, নেতারা দেশের শেকড় খুঁজতে বেরিয়ে আবিষ্কার করেছিলেন সিউড়িতে এই সেরপাইয়ের। তাঁরা এর ইংরেজি নাম দিয়েছিলেন সিউড়ি বোল। সেরপাইয়ের সঙ্গে জুড়ে রয়েছে বাংলার মাপনচর্চা। তবে সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় ব্যবহৃত এই সেরপাই এখন মধ্যবিত্তের ঘর সাজানোর এক পণ্যমাত্র। বাংলার জ্ঞানভাণ্ডারে যে সব মাপন একক রয়েছে, সের থেকে পাই, তাঁর দুটি শব্দাংশ। অঙ্ক কষা, সভ্যতার অন্যতম প্রধান স্তম্ভ।
বীরভূমের সদর শহর সিউড়ির কাছের গ্রাম লোকপুর খ্যাত সেরপাই-এর জন্য। এই গ্রামেরই ভোলানাথ কর্মকার শুধু বাংলাতেই নয়, ভারতের নানা স্থানে বেশ নাম কুড়িয়েছেন সেরপাই তৈরির জন্য। ভোলানাথ এই শিল্পটি শিখেছেন তাঁর শ্বশুরমশাই কার্তিক কর্মকারের কাছ থেকে। আর যেহেতু লৌকিক শিল্পীদের পরিবারও সাধারণভাবে তাঁদের নানা কাজে হাত লাগান। সেরপাই তৈরিতে ভোলানাথের স্ত্রী রুমা আর কন্যা পুতুলও যথেষ্ট দক্ষ। কিন্তু তাঁরা ভোলানাথের সহকর্মীরূপেই বেশি কাজ করতে উৎসাহী। আর এই কাজ করে ২০১৪ সালে রাষ্ট্রপতি পুরস্কারও পেয়েছেন ভোলানাথ কর্মকার। এর পরবর্তীকালে ২০১৭ সালে তার স্ত্রী রুমা কর্মকার রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন।
advertisement
আগে আমকাঠ দিয়ে তৈরি হত সেরপাই। এখন হয় সোনাঝুরি দিয়ে। নির্দিষ্ট মাপ অনুযায়ী কেটে যে পাত্র বা খোনাটি তৈরি হয়, তার নাম ডোল। একে ঘসে মসৃণ করা হয়। ভুষো কালি, শিরিষ আঠা আর রজন দিয়ে কালো রং করা হয়। এর পর নকশা তৈরির পালা। এর পর বাইরে তৈরি হয় পিতলের কারুকাজ, পিতলের পাত কেটে। পিতলের পাতের নকশার জন্য রয়েছে পুরোনো দিনের ফর্মা।
advertisement
advertisement
এক সময় গ্রামে-গঞ্জে-পল্লিতে ধান, গম, চাল, দুধ প্রভৃতি পরিমাপের একক ছিল সের, পাই, আধ পাই, পোয়া, আধ পোয়া, ছটাক প্রভৃতি। এক পাই-এর অর্থ প্রায় ৪৬৬ গ্রাম। দুই পাইয়ে হয় এক সের। অর্থাৎ এক সের মানে হল প্রায় ৯৩৩ গ্রাম। তবে একদা এই পরিমাপের একক আজ এক অনন্য শিল্পকর্ম। তবে কোথায় কোথায় পাড়ি দিয়েছে এই সেরপাই! এই বিষয়ে শিল্পীর কাছ থেকে জানা যায় এই রাজ্যের বিভিন্ন জায়গা ছাড়াও প্রত্যন্ত কর্মকার পাড়া থেকে ‘সের-পাই’ শিল্প পাড়ি দিয়েছে মুম্বই, ভোপাল, দিল্লি, বেঙ্গালুরু প্রভৃতি জায়গায় ৷ দু’হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত মূল্য নির্ধারণ করেন শিল্পী।একই পরিবারের তিনজন রাষ্ট্রপতি পুরষ্কারপ্রাপ্ত শিল্পী। আর তাই নিয়ে কার্যত গর্বিত বীরভূম।
advertisement
সৌভিক রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 13, 2024 11:32 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: ব্রিটিশ আমলের 'সের-পাই'! সেই শিল্প বাঁচিয়ে রেখেছেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত এই পরিবার
