Chameleon Rescue: বাংলায় বিরল প্রজাতির গিরগিটি উদ্ধার
- Reported by:Ranjan Chanda
- hyperlocal
- Published by:kaustav bhowmick
Last Updated:
Chameleon Rescue: এই বিরল প্রজাতির ক্যামেলিয়ন দেখা যায় জঙ্গল এলাকায়। গাছে থেকে পোকামাকড় খায়। পরিবেশের জন্য এটি অত্যন্ত উপকারী
৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। তার আগে বিরল প্রজাতির গিরগিটি উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দিলেন এক ব্যক্তি।
বালি বোঝাই ডাম্পরে কোনওভাবে চলে আসে একটি বিরল প্রজাতির গিরগিটি। যাকে বৈজ্ঞানিক ভাষায় বলে ক্যামেলিয়ন। সেটিকে উদ্ধার করেএদিন বন দফতরের হাতে তুলে দেওয়া হয়।advertisement
পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের খালীনা বাজার এলাকা থেকে প্রাণীটি উদ্ধার করেন সুশান্ত ধল নামে এক ব্যক্তি।advertisement
জানা গিয়েছে, মূলত এই বিরল প্রজাতির ক্যামেলিয়ন দেখা যায় জঙ্গল এলাকায়। গাছে থেকে পোকামাকড় খায় বলে জানিয়েছে বনকর্মীরা। তবে পরিবেশের জন্য অত্যন্ত উপকারী এই প্রাণী।advertisement
এই বিরল প্রজাতির প্রাণী উদ্ধারকারী সুশান্ত ধল বলেন, এদিন সকালে বালি আনলোডের সময় এই বিশেষ প্রজাতির গিরগিটিকে দেখতে পাই।অসাবধানতাবশত এটির ক্ষতি হতে পারত। তাই কৌটো বন্দি করে প্রায় ১২ কিলোমিটার দূরে বেলদা নিয়ে এসে বনকর্মীদের হাতে তুলে দিই।advertisement
উদ্ধারকারী বনকর্মী কিঙ্কর চন্দ বলেন, পরিবেশের অত্যন্ত উপকারী এই ক্যামেলিয়ন। প্রাণীদের ক্ষতি করে না, বরং অনেক উপকার করে। পোকামাকড় খায়। তাই এই ধরনের প্রাণী দেখতে পেলে দ্রুত বনদফতরের হাতে তুলে দেওয়া উচিত। সুশান্তবাবুর এই মানসিকতাকে কুর্নিশ জানিয়েছেন সকলে।advertisement
-রঞ্জন চন্দ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 03, 2024 11:04 PM IST










