Cyclone Remal Effects: গাছ উপড়ে কলকাতার এই শহরতলির বড় এলাকা বিদ্যুৎহীন! চরম ভোগান্তি নিত্যযাত্রীদেরও
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Cyclone Remal Effects: কামালগাজিতে নরেন্দ্রপুর থানার সামনে গাছ উপড়ে বিপত্তি। ইলেকট্রিক তারের উপর গাছ পড়ে যাওয়ায় কামালগাজি গ্রীন পার্ক নরেন্দ্রপুরের বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন। একাধিক আবাসনের বাসিন্দারা সমস্যায় পড়েছেন।
সুমন সাহা, দক্ষিণ ২৪ পরগনার: রিমল ঘূর্ণিঝড়ের তাণ্ডবে কামালগাজিতে নরেন্দ্রপুর থানার সামনে গাছ উপড়ে বিপত্তি। বিদ্যুৎবাহী তারের উপর গাছ পড়ে যাওয়ায় কামালগাজি, গ্রিন পার্ক, নরেন্দ্রপুরের বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন। একাধিক আবাসনের বাসিন্দারা সমস্যায় পড়েছেন। রবিবার রাত্রি দশটার পর থেকে বিদ্যুৎ নেই নরেন্দ্রপুর থানাতেও। ফলে সমস্যায় পড়েছেন থানার পুলিশকর্মীরা। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম।
ইলেকট্রিসিটি না থাকায় পাম্প না চালায় দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে এই বিস্তীর্ণ অঞ্চলের বহু বাসিন্দাকে। পাশাপাশি শিয়ালদহ দক্ষিণ শাখায় সকাল ন’টা পর্যন্ত বন্ধ থাকবে ট্রেন চলাচল। রবিবার রাত্রি এগারোটার পর থেকে ইতিমধ্যেই বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে লোকাল ট্রেন। বিভিন্ন ট্রেনে আটকে বহু যাত্রী। সকাল ছ’টা পর্যন্ত ট্রেন বন্ধ থাকার কথা ছিল প্রাথমিকভাবে। শেষ পর্যন্ত সেই সময়সীমা সকাল ন’টা পর্যন্ত বৃদ্ধি পায় সমস্যায় পড়েছেন বহু যাত্রী।
advertisement
আরও পড়ুন : রিমলের জন্য সোমবার বাংলার কোথায় কীরকম বৃষ্টির অ্যালার্ট? জানুন কলকাতার বিভিন্ন অংশে রাতভর বৃষ্টির পরিমাণ
সকাল থেকেই নিত্যযাত্রীরা ভিড় করেছেন বিভিন্ন স্টেশনে। ফলে সমস্যায় পড়েছেন তাঁরাও। দুর্যোগের জেরে আজ জেলার সব ফেরি পরিষেবা বন্ধ থাকবে। সমস্ত সরকারি কর্মীর ছুটি বাতিল করা হয়েছে। জেলা, মহকুমা ও ব্লকস্তরে কন্ট্রোলরুম খোলা হয়েছে। ব্লক অফিসে শুকনো খাবার, পানীয় জল, গুঁড়ো দুধ, ওষুধ, জামা কাপড় , তার্পোলিন মজুত করা আছে। অন্যদিকে ক্যানিং ,গোসাবা ঝড়খালি, কুলতলি এলাকায় বিভিন্ন নদীতে জলস্তর বেড়েছে৷ ফলে আতঙ্কের প্রহর কাটছে সুন্দরবনের বাসিন্দাদের।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 27, 2024 11:43 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Cyclone Remal Effects: গাছ উপড়ে কলকাতার এই শহরতলির বড় এলাকা বিদ্যুৎহীন! চরম ভোগান্তি নিত্যযাত্রীদেরও