মেচেদার গেস্ট হাউসে বিক্ষুব্ধ বিধায়কদের ঘাঁটি, রওনা দিল তিরিশটি গাড়ির কনভয়

Last Updated:
#মেদিনীপুর: তৃণমূল সহ অন্যান্য দলের কতজন বিধায়ক শেষ পর্যন্ত বিজেপি-তে যোগ দেবেন? কয়েক ঘণ্টার মধ্যেই তা স্পষ্ট হবে৷ কিন্তু তলে তলে বিধায়কদের জড়ো করার প্রস্তুতি চলছিল৷ বিক্ষুব্ধ সব বিধায়ক এবং নেতাদেরই পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের কাছে মেচেদার একটি গেস্ট হাউসে জড়ো করা হচ্ছিল৷
এ দিন সকালে কাঁথির বাড়ি থেকে মেদিনীপুরের সভাস্থলের উদ্দেশ্যে রওনা দেন শুভেন্দু অধিকারী৷ সেই খবর আসা মাত্রই মেচেদার গেস্ট হাইজ থেকে প্রায় তিরিশটি গাড়ির কনভয় বিক্ষুব্ধ বিধায়ক এবং নেতাদের নিয়ে মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দেয়৷ জানা গিয়েছে, প্রায় দশজন বিধায়ক এবং এক তৃণমূল সাংসদ এ দিন বিজেপি-তে যোগ দেবেন৷ এছাড়াও পঞ্চায়েত এবং পুরসভার অনেক জনপ্রতিনিধি বিজেপি-তে যাচ্ছেন৷ পাশাপাশি থাকছেন অন্যান্য তৃণমূল নেতারা৷ তবে তৃণমূলই নয়, বিজেপি-তে যোগদানকারী বিধায়কদের মধ্যে রয়েছেন কংগ্রেস এবং সিপিএম-এর বেশ কয়েকজন বিধায়ক৷
advertisement
গত দু' দিন ধরেই শুভেন্দু অধিকারীর গতিবিধি নিয়ে জোর চর্চা চলছিল৷ বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছিল, শুভেন্দু অধিকারী ভুবনেশ্বর হয়ে দিল্লি চলে গিয়েছেন৷ সেখান থেকেই সরাসরি অমিত শাহের সঙ্গে মেদিনীপুর পৌঁছবেন তিনি৷
advertisement
Sujit Bhowmik
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মেচেদার গেস্ট হাউসে বিক্ষুব্ধ বিধায়কদের ঘাঁটি, রওনা দিল তিরিশটি গাড়ির কনভয়
Next Article
advertisement
সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি, নিয়তির আশ্চর্য সমাপতন, নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা সুলক্ষণা পণ্ডিত
সঞ্জীব কুমারকে ভালবেসেও বিয়ে হয়নি,নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা
  • সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি

  • নিয়তির আশ্চর্য সমাপতন

  • নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা

VIEW MORE
advertisement
advertisement