মেচেদার গেস্ট হাউসে বিক্ষুব্ধ বিধায়কদের ঘাঁটি, রওনা দিল তিরিশটি গাড়ির কনভয়
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
#মেদিনীপুর: তৃণমূল সহ অন্যান্য দলের কতজন বিধায়ক শেষ পর্যন্ত বিজেপি-তে যোগ দেবেন? কয়েক ঘণ্টার মধ্যেই তা স্পষ্ট হবে৷ কিন্তু তলে তলে বিধায়কদের জড়ো করার প্রস্তুতি চলছিল৷ বিক্ষুব্ধ সব বিধায়ক এবং নেতাদেরই পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের কাছে মেচেদার একটি গেস্ট হাউসে জড়ো করা হচ্ছিল৷
এ দিন সকালে কাঁথির বাড়ি থেকে মেদিনীপুরের সভাস্থলের উদ্দেশ্যে রওনা দেন শুভেন্দু অধিকারী৷ সেই খবর আসা মাত্রই মেচেদার গেস্ট হাইজ থেকে প্রায় তিরিশটি গাড়ির কনভয় বিক্ষুব্ধ বিধায়ক এবং নেতাদের নিয়ে মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দেয়৷ জানা গিয়েছে, প্রায় দশজন বিধায়ক এবং এক তৃণমূল সাংসদ এ দিন বিজেপি-তে যোগ দেবেন৷ এছাড়াও পঞ্চায়েত এবং পুরসভার অনেক জনপ্রতিনিধি বিজেপি-তে যাচ্ছেন৷ পাশাপাশি থাকছেন অন্যান্য তৃণমূল নেতারা৷ তবে তৃণমূলই নয়, বিজেপি-তে যোগদানকারী বিধায়কদের মধ্যে রয়েছেন কংগ্রেস এবং সিপিএম-এর বেশ কয়েকজন বিধায়ক৷
advertisement
গত দু' দিন ধরেই শুভেন্দু অধিকারীর গতিবিধি নিয়ে জোর চর্চা চলছিল৷ বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছিল, শুভেন্দু অধিকারী ভুবনেশ্বর হয়ে দিল্লি চলে গিয়েছেন৷ সেখান থেকেই সরাসরি অমিত শাহের সঙ্গে মেদিনীপুর পৌঁছবেন তিনি৷
advertisement
Sujit Bhowmik
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 19, 2020 1:19 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মেচেদার গেস্ট হাউসে বিক্ষুব্ধ বিধায়কদের ঘাঁটি, রওনা দিল তিরিশটি গাড়ির কনভয়