Rath Yatra 2025: রথের সাইজ তখনই ২৪, তখনই ১২! ম্যাজিক দেখল বাঁকুড়া! রথযাত্রায় রথের এমন কারনামা না দেখলে বড্ড মিস

Last Updated:

Rath Yatra 2025:এক নিমেষে ১২ ফুটের রথ হয়ে গেল ২৪ ফুট। ম্যাজিক নাকি? আবার এই রথ রয়েছে বাঁকুড়াতেই! আপনি জানেন কি?

+
রথের

রথের চূড়া 

বাঁকুড়া: এক নিমেষে ১২ ফুটের রথ হয়ে গেল ২৪ ফুট। ম্যাজিক নাকি? আবার এই রথ রয়েছে বাঁকুড়াতেই! আপনি জানেন কি? বাঁকুড়ায় এই রথ ইচ্ছে করলেই ছোট বড় করে নেওয়া যায়। এই রথ বানিয়েছেন পুরি থেকে আগত রথ নির্মাতারা। অবাক লাগলেও সত্যি! এই রথে লাগান রয়েছে হাইড্রোলিক্স, যার সাহায্যে খুব সহজেই ছোট বড় করে নেওয়া যায় রথের মাথা।
যার আসল উচ্চতা ২৪ ফুট কিন্তু বাঁকুড়ার কিছু কিছু রাস্তায় ১২ ফুটের বেশি উচ্চতা হলে রথ যাতায়াতের অসুবিধা হবে এবং সেই কারণেই এই রথকে সঙ্গে সঙ্গে করে নেওয়া যাবে ছোট বড়। সদ্য দুই বছর আগে তৈরি করা হয়েছে এই নতুন রথ। ইসকন ভুবনেশ্বর এবং ইসকন পুরি থেকে আগত অভিজ্ঞ শিল্পীরা তৈরি করেছেন বাঁকুড়ার এই বিশেষ রথটি।
advertisement
advertisement
রথযাত্রার আগে থেকেই থেকে শুরু হয়েছিল ফোল্ডিং রথের রিপেয়ারিং। এবার রথের কাঠামো নিয়ে যাওয়া হয় লালবাজার দুর্গা মন্দির প্রাঙ্গণে, ট্রাক্টরে করে লাগিয়ে টেনে নিয়ে যাওয়া হয় ফোল্ডিং রথটি। লালবাজারে কাঠের কাঠামো লাগান হয় এবং সুসজ্জিত করা হয় রথটি। এরপর শুক্রবার, বাঁকুড়ার ইসকনের রথযাত্রায় শোভা পায় এই দুর্দান্ত রথ।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শিল্পীর হাতের ছোঁয়া থেকে শুরু করে, প্রস্তুত হচ্ছে বাঁকুড়ার ঐতিহাসিক রথ এবং আধুনিক রথগুলি। বাঁকুড়া ইসকন দ্বারা পরিচালিত এই রথটি আধুনিক একটি রথ। রয়েছে স্টিয়ারিং, রয়েছে ব্রেক। তার সঙ্গে লাগান রয়েছে হাইড্রোলিক্স, যার ব্যবহার করে ১২ ফুটের রথ এক নিমেষে হয়ে যায় ২৪ ফুট! আবার চাইলেই সেই রথকে প্রয়োজন মত খাটো করে নিতে পারেন রথ চালকেরা।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rath Yatra 2025: রথের সাইজ তখনই ২৪, তখনই ১২! ম্যাজিক দেখল বাঁকুড়া! রথযাত্রায় রথের এমন কারনামা না দেখলে বড্ড মিস
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement