Rampurhat Student Death: পথ আটকাত, শিক্ষক বলত, ‘তুই বড় হ, তোকে...,’ ছাত্রীর উপরে এত লালসা! রামপুরহাট কাণ্ডে বিস্ফোরক অভিযোগ পরিবারের

Last Updated:

গত ২৮ অগাস্ট টিউশন পড়তে গিয়ে আর ফরেনি মেয়েটি৷ ওই দিন থানায় যায় তার পরিবার৷ অভিযোগ, প্রথমে তাদের কথার নাকি কোনও গুরুত্বই দেয়নি পুলিশ৷ এমনকি বলেছিল, কোনও ছেলের সঙ্গে সে পালিয়ে গিয়েছে নাকি দেখতে৷ সেই সময়ও পুলিশকে ওই শিক্ষকের কথা পরিবারের তরফে বলা হয়েছিল বলে দাবি৷

News18
News18
রামপুরহাট, অক্ষয় ধীবর: বিয়ে করেছিল৷ কিন্তু, বিয়ের পরেও অন্য মহিলাদের সঙ্গে সম্পর্ক রাখত৷ সেই কারণেই ছ’বছর আগে ভেঙে গিয়েছিল সে বিয়ে৷ তার পরে এই শিক্ষক ফাঁদ পেতেছিল বারামেশিয়া গ্রামের মাত্র ১৩ বছর বয়সি এক আদিবাসী কিশোরীর জন্য৷ যে কি না, তাঁর স্কুলেরই ছাত্রী৷ নিহত ছাত্রীর পরিবারের দাবি, তাঁদের মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছিল অভিযুক্ত শিক্ষক মনোজ পাল৷
advertisement
নিহত ছাত্রীর পরিবার সংবাদমাধ্যমের সামনে জানিয়েছে, তাঁদের মেয়ে ওই শিক্ষক বলেছিল, ‘‘তুই বড় হ, তোকে রাখব…তোকেই বিয়ে করব৷ তোকে কোথাও যেতে দেব না৷’’ কিন্তু, সেই প্রস্তাবে মেয়েটি রাজি হয়েছিল কি না জানা যায়নি৷ ওই ছাত্রীর সহপাঠীরাও বলেছে, স্কুল, টিউশনের আসা যাওয়ার পথে ওই ছাত্রীর রাস্তা আটকাত ওই শিক্ষক৷ পরিবারের অভিযোগ ওই শিক্ষক ক্রমাগত উত্ত্যক্ত করত তাঁদের মেয়েকে৷
advertisement
advertisement
গত ২৮ অগাস্ট টিউশন পড়তে গিয়ে আর ফরেনি মেয়েটি৷ ওই দিন থানায় যায় তার পরিবার৷ অভিযোগ, প্রথমে তাদের কথার নাকি কোনও গুরুত্বই দেয়নি পুলিশ৷ এমনকি বলেছিল, কোনও ছেলের সঙ্গে সে পালিয়ে গিয়েছে নাকি দেখতে৷ সেই সময়ও পুলিশকে ওই শিক্ষকের কথা পরিবারের তরফে বলা হয়েছিল বলে দাবি৷
advertisement
এরপর গত ১ সেপ্টেম্বর অভিযুকেত শিক্ষক মনোজ পালকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ৷ কিন্তু, তথ্যপ্রমাণ না পেয়ে ছেড়ে দেয়৷ ফের গত মঙ্গলবার গ্রেফতার করা হয় তাকে৷ মনোজই দেহ ফেলার জায়গা দেখিয়ে দেয়৷
advertisement
বুধবার দিনভর শিক্ষককে জেরা করে পুলিশ৷ সূত্রের খবর, খুনের পরে ক্লাস সেভেনের মেয়েটির মৃতদেহ ২ টুকরো করেছিল সে৷ তার মধ্যে ২টি বস্তা উদ্ধার হয়েছে৷ দেহের নীচের অংশ এখনও পাওয়া যাচ্ছে না৷ পুলিশের সন্দেহ, এতে দেহ লোপাটে অন্য কেউ-ও জড়িয়ে থাকতে পারে৷
advertisement
এলাকায় ওই শিক্ষকের ভাবমূর্তি খুব একটা ভাল ছিল না৷ সে যে বাড়িতে ভাড়া থাকত, সেখানেও পরিচারিকার সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় ধরা পড়ে গিয়েছিল সে৷ মনোজের স্ত্রী-ও জানিয়েছে, মনোজ অত্যন্ত খারাপ, বিকৃতকাম একজন মানুষ৷ বিয়ের পরেও সে একাধিক নারীতে আসক্ত ছিল৷ সে কারণেই ভেঙে যায় বিয়েমনোজের পেনড্রাভ, হার্ডড্রাইভ খতিয়ে দেখা হচ্ছে৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rampurhat Student Death: পথ আটকাত, শিক্ষক বলত, ‘তুই বড় হ, তোকে...,’ ছাত্রীর উপরে এত লালসা! রামপুরহাট কাণ্ডে বিস্ফোরক অভিযোগ পরিবারের
Next Article
advertisement
Purba Bardhaman News: 'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যের পর তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যে তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
  • এবার 'ছায়া' শত্রুর নাম সামনে আনলেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূলে কংগ্রেসের  সভাপতি  রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। বর্ধমানে দলের বিজয়া সম্মেলনে তিনি বলেছিলেন, 'এখন লড়াই বাম আমলের থেকেও কঠিন। এখন ছায়ার সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে।'

VIEW MORE
advertisement
advertisement