Junior Doctors Strike: নিরাপত্তার দাবিতে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
Junior Doctors Strike: মৃতের পরিজনরা অভিযোগ করেন, হাসপাতালে ভর্তি করার পর দীর্ঘক্ষণ চিকিৎসা না করে ফেলে রাখা হয়েছিল। অনেকবার অনুরোধ করার পর জুনিয়র ডাক্তাররা চিকিৎসা শুরু করেন
বীরভূম: নিরাপত্তার দাবিতে কর্মবিরতির পথে হাঁটলেন রামপুরহাট মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা। তাঁদের অভিযোগ, নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই নিয়ে আর্জি জানালেও কোনও পদক্ষেপ না নেওয়ায় কর্মবিরতির পথে হেঁটেছেন বলে জানান। প্রসঙ্গত মঙ্গলবার রামপুরহাট মেডিকেল কলেজে এক মহিলার মৃত্যুতে তাঁর পরিজনরা চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলেন। সেই ঘটনার রেশ ধরেই এই সমস্যার সূত্রপাত। জুনিয়র ডাক্তারদের অভিযোগ, মৃতের পরিবার প্রথমে হাসপাতালে বিক্ষোভ দেখানোর পর রাতে তাঁদের উপর চড়াও হয়।
বীরভূমের রামপুরহাট থানার সইপুর গ্রামের বাসিন্দা পিন্টু খানের স্ত্রী সামিনা বিবি সোমবার ভোর তিনটের সময় বুকে ব্যথা নিয়ে রামপুরহাট মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন। পরে মঙ্গলবার তাঁর মৃত্যু হয়। এরপর পরিজনরা অভিযোগ তোলেন, হাসপাতালে ভর্তি করার পর দীর্ঘক্ষণ চিকিৎসা না করে ফেলে রাখা হয়েছিল। অনেকবার অনুরোধ করার পর জুনিয়র ডাক্তাররা চিকিৎসা শুরু করেন বলে জানান তাঁরা। মৃতার স্বামী পিন্টু খানের অভিযোগ, সিনিয়র ডাক্তাররা বেশিরভাগ সময় ওয়ার্ডে ছিলেন না। ভুল চিকিৎসার কারণেই তাঁর স্ত্রীর মৃত্যু হয় বলে তিনি দাবি করেন।
advertisement
advertisement
এই ঘটনার পর মৃত সামিনা বিবির দেহ ঘিরে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান পরিজনরা। বেশি রাতে তাঁরা জুনিয়র ডাক্তারদের উপর চড়াও হন বলে অভিযোগ। মঙ্গলবার রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রামপুরহাট থানার পুলিশ। তাঁরা গিয়ে পরিস্থিতি সামাল দেন। তারই প্রতিবাদে বৃহস্পতিবার হাসপাতাল সুপার এর কাছে ৯০ জন জুনিয়র ডাক্তার একটি লিখিত অভিযোগ জমা দেন। তাঁদের দাবি, নিরাপত্তার বন্দোবস্ত করতে হবে।
advertisement
পাশাপাশি জুনিয়র ডাক্তাররা জানান, এমার্জেন্সিতে ডিউটি চলাকালীন তাঁদের নিরাপত্তা দিতে হবে এবং হাসপাতালে একটি স্থায়ী পুলিশ ক্যাম্প বসাতে হবে।এই বিষয়ে এমএসভিপি জানান পুলিশ প্রশাসন থাকলেই যে নিরাপত্তা পাওয়া যাবে সেটা নয়। পুলিশ প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকে সজাগ থাকতে হবে এই সমস্ত বিষয়ে।
সৌভিক রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 13, 2024 4:51 PM IST