Leopard Caged: খাঁচাবন্দি ডুয়ার্সের ত্রাস! সাতসকালেই বিরাট সাফল্য
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Leopard Caged: গত কয়েকদিন ধরে লক্ষ্মীপাড়া চা বাগান এলাকায় চিতাবাঘটিকে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছিল। ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। তার হামলায় জখম হন এক চা শ্রমিক
জলপাইগুড়ি: আবারও ডুয়ার্সে ধরা পড়ল চিতাবাঘ। এবারেও চা বাগান এলাকায় বন দফতরের পাতা খাঁচায় ধরা পড়েছে একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। সাতসকালে ঘুম থেকে উঠে খাঁচাবন্দি চিতাবাঘ দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলেন লক্ষ্মীপাড়া চা বাগানের শ্রমিক পরিবারের সদস্যরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে লক্ষ্মীপাড়া চা বাগান এলাকায় চিতাবাঘটিকে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছিল। ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। তার হামলায় জখম হন এক চা শ্রমিক। তাতে আতঙ্ক আরও বাড়ে। এরপর বাগান কর্তৃপক্ষের তরফে বন দফতরের কাছে খাঁচা পাতার জন্য আবেদন জানানো হয়।
advertisement
advertisement
প্রায় মাস খানেক আগে লক্ষ্মীপাড়া চা বাগানের বি বি ৬ এক্সটেনশনে খাঁচা পাতে বন দফতর। অবশেষে মিলল সাফল্য। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে শ্রমিকরা লক্ষ্য করেন ওই খাঁচায় বন্দি হয়েছে চিতাবাঘ। এরপর খবর দেওয়া হয় বিন্নাগুড়ি ওয়াইল্ডলাইফ স্কোয়াডে। খবর পেয়ে ঘটনাস্থলে বনকর্মীরা পৌঁছে চিতাবাঘটি উদ্ধার করে নিয়ে যান। বন দফতর সূত্রে খবর, উদ্ধার হওয়া চিতাবাঘটি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ। শারীরিক পরীক্ষার পর সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 13, 2024 2:44 PM IST