West Bardhaman News: সার্কুলার ছাড়া বাড়ি বাড়ি সার্ভে, সাদা কাগজে নোটিস! নতুন প্রজেক্টের নামে কি চলছে?
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:Nayan Ghosh
Last Updated:
West Bengal news: কোনও সার্কুলার ছাড়া এলাকায় করা হয়েছে সার্ভে। তারপর হঠাৎ করেই গ্রামের প্রতিটি বাড়ির দেওয়ালে সাঁটিয়ে দেওয়া হয়েছে নোটিস। কিন্তু নোটিশের ক্ষেত্রে ব্যবহার করা হয়নি কোনও লেটারহেড। সাদা কাগজে নোটিস দেওয়া হয়েছে নতুন প্রজেক্টের নামে।
আসানসোল, পশ্চিম বর্ধমান: কোনও সার্কুলার ছাড়া এলাকায় করা হয়েছে সার্ভে। তারপর হঠাৎ করেই গ্রামের প্রতিটি বাড়ির দেওয়ালে সাঁটিয়ে দেওয়া হয়েছে নোটিস। কিন্তু নোটিশের ক্ষেত্রে ব্যবহার করা হয়নি কোনও লেটারহেড। সাদা কাগজে নোটিস দেওয়া হয়েছে নতুন প্রজেক্টের নামে। তবে কি প্রজেক্টের জন্য সার্ভে করা হয়েছে, কেন নোটিশ দেওয়া হয়েছে, সে বিষয়ে কোনও তথ্য নেই।
কুলটির রামনগর সেল কোলিয়ারি এলাকা। সেখানেই এই নোটিশ দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক এবং উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, হঠাৎ করে এই গ্রামের বিভিন্ন বাড়ির দেওয়ালে নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু সেই নোটিশ দেওয়া হয়েছে সাদা কাগজে। নতুন প্রজেক্ট এর কথা বলা হয়েছে। কিন্তু সে বিষয়ে বিস্তারিত কোনও তথ্য দেওয়া হয়নি। কোলিয়ারি কর্তৃপক্ষ এই বিষয়ে মুখ খুলতে নারাজ।
advertisement
advertisement
গ্রামের এক বাসিন্দা বলছেন, গত ৯ অক্টোবর হঠাৎ করে কোলিয়ারি কর্তৃপক্ষের তরফে সার্ভে করা হয়। কিন্তু সে সময় কোনও সার্কুলার ছিল না। এই বিষয়টি তারা তুলে ধরলে গত ১৫ অক্টোবর একটি নোটিশ দেওয়া হয়। কিন্তু সেখানে কোনও আধিকারিকের নাম বা পদবি ছিল না, শুধু ছিল স্বাক্ষর। বিষয়টি নিয়ে তারা আবার সরব হন। তারপর ফের একবার নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু সেখানেও কর্তৃপক্ষের কোনও লেটারহেড ব্যবহার করা হয়নি।
advertisement
এলাকার বাসিন্দারা এই নিয়ে রীতিমতো চিন্তিত। তাঁরা কোলিয়ারি কর্তৃপক্ষের এক আধিকারিকের সঙ্গে যোগাযোগ করেছিলেন। কিন্তু এই বিষয়ে তিনি বিশদে মুখ খুলতে চাননি। উল্টে তিনি জানিয়েছেন, কমিটিতে তিনি নেই। এছাড়াও বিস্তারিত তথ্য দিতে বাধ্য নন বলে জানিয়ে ওই আধিকারিক। যার ফলে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে গ্রামে। স্থানীয়রা আতঙ্কে ভুগছেন। কেন হঠাৎ করে নোটিস দেওয়া হয়েছে, কী প্রজেক্ট হবে, সে বিষয়ে কোনও তথ্য নেই তাদের কাছে, যা স্বাভাবিকভাবেই মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে সকলের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 23, 2024 5:26 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bardhaman News: সার্কুলার ছাড়া বাড়ি বাড়ি সার্ভে, সাদা কাগজে নোটিস! নতুন প্রজেক্টের নামে কি চলছে?
