আদ্যাপীঠে রামনবমী উপলক্ষ্যে ২০০০ কুমারী পুজো ! দেখুন ভিডিও...

Last Updated:
#কলকাতা: প্রতিবারের মত এবারও রামনবমী উপলক্ষ্যে মহা সাড়ম্বরে বাসন্তী পুজো পালিত হল আদ্যাপীঠে ৷ রীতি মেনেই আয়োজন করা হয়েছে বাসন্তী পুজোর ৷ এই পুজোর অন্যতম আকর্ষণ হল কুমারী পুজো ৷ এবারও তার অন্যথা হল না ৷ প্রায় ২০০০ কুমারীর পুজো করা হল আদ্যাপীঠে ৷
রবিবার সকাল থেকেই সাজো সাজো রব উত্তর চব্বিশ পরগণার কামারহাটির আদ্যাপীঠে ৷ সেই সঙ্গে চরম ব্যস্ততা ৷ প্রতি বারের মত এবারও রীতি মেনে আদ্যাপীঠে চলছে বাসন্তী পুজো ৷ এই বাসন্তী পুজোর দিন অনুষ্ঠিত হচ্ছে কুমারী পুজো ৷ এবারও প্রায় ২০০০ কুমারীকে পুজো করা হল আদ্যাপীঠে ৷ অনেক দূর থেকে কুমারী মাতৃ রূপে সেজে আসে ৷ এখানে দেবতা রূপে মা-কে পুজো করা হয় ৷ ভোর প্রায় ৬টা থেকে পুজো শুরু হয় ৷ পুজোর তত্ত্বাবধানে রয়েছেন মহারাজ মুরাল ব্রহ্মচারী ৷
advertisement
১৩২৭ বঙ্গাব্দে আদ্যাপীঠের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী অন্নদা ঠাকুরের হাত ধরে এই কুমারী পুজো শুরু হয় ৷ কথায় আছে, ওই বছরই ২৮জন নাবালিকা কুমারীকে দেবীরূপে পুজো করা হয় ৷ কিন্তু কুমারীদের দেবীরূপে পুজো করতে গিয়ে দেখেন তিনি ২৮ জন নয় ৷ মোট ২৯ জন কুমারী তাঁর পুজো গ্রহণ করার জন্য বসে রয়েছেন ৷ পরে স্বপ্নাদেশ পেয়ে অন্নদা ঠাকুর জানতে পেরেছিলেন, ওই দিন স্বয়ং আদ্যামা এসেছিলেন তাঁর পুজো নিতে ৷ এরপর থেকেই রামনবমীতে বাসন্তী পুজোর দিন মহা সাড়ম্বরে শুরু হল কুমারী পুজো ৷
advertisement
advertisement
ররিবার সকাল থেকেই আদ্যাপীঠে কয়েক হাজার ভক্ত সমাগম হয়েছে এই কুমারী পুজো দেখতে ৷ দিনভর চলে উৎসব ৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আদ্যাপীঠে রামনবমী উপলক্ষ্যে ২০০০ কুমারী পুজো ! দেখুন ভিডিও...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement