Model School: যেন আস্ত এক খেলাঘর! এই স্কুলে এলে ছেলেমেয়েরা বাড়ি ফিরতে চায় না
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Model School: মূলত খেলার ছলে শিশুদের শিক্ষা দিতে সমগ্র বিদ্যালয়টিকে এই রূপ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক মানস সাউটিয়া। স্কুল প্রাঙ্গণে করা হয়েছে নতুন পার্ক। স্কুলের সিঁড়ি এবং দেওয়াল জুড়ে বিভিন্ন মনিষীদের ছবি
দক্ষিণ ২৪ পরগনা: সমগ্র স্কুল যেন আস্ত খেলাঘর। স্কুলের প্রতিটি দেওয়াল, মেঝেতে রয়েছে শিশুমনের আনন্দ দেওয়ার একাধিক বিষয়ের ছবি। যা দেখে শিশুরা স্কুল থেকে আর বাড়িতেই আসতে চাইছে না।এমন ঘটনা দেখা গিয়েছে কাকদ্বীপের প্রত্যন্ত এলাকা রামগোপালপুরে। সেখানের স্কুলটিকে এমনভাবে সাজিয়ে তোলা হয়েছে, যাতে শিশুরা সর্বদা আনন্দের মধ্যে থাকে।
মূলত খেলার ছলে শিশুদের শিক্ষা দিতে সমগ্র বিদ্যালয়টিকে এই রূপ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক মানস সাউটিয়া। স্কুল প্রাঙ্গণে করা হয়েছে নতুন পার্ক। স্কুলের সিঁড়ি এবং দেওয়াল জুড়ে বিভিন্ন মনিষীদের ছবি সহ স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ ফুটিয়ে তোলা হয়েছে। স্কুলে রাখা হয়েছে ভিস্যুয়াল রিপ্রেজেন্টেশনের ব্যবস্থা। প্রত্যন্ত এলাকায় এই শহরের ধাঁচে স্কুল তৈরি হওয়ায় খুশি স্থানীয়রা। এ নিয়ে স্কুলের পরিচালন সমিতির সভাপতি শুভেন্দু জানা জানান, স্কুলটি শিশুদের আনন্দ দিচ্ছে।
advertisement
আরও পড়ুন: কম বৃষ্টিতেও দুর্দান্ত ফলন হবে ধানের!
advertisement
স্কুলে ডিজিটাল পদ্ধতিতে আ্যটেন্ডেস নেওয়া হচ্ছে। রয়েছে সিসিটিভি। সবথেকে ভাল বিষয়টি হল, এখানে শিশুদের মানুষ করে গড়া হচ্ছে। যা অন্য স্কুলের থেকে এই স্কুলকে আলাদা করেছে। এই স্কুলে শিশুরা ঘুরে বেড়ালেই শিখতে পারবে অনেক কিছু। স্কুলের মেঝে, দেওয়াল থেকে শুরু করে ছাদ পর্যন্ত সমস্ত জায়গাতেই রয়েছে একাধিক ছবি। এখন দেখার এই শিক্ষাপ্রণালী কতটা প্রভাব ফেলে শিশুমনে।
advertisement
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 25, 2024 9:39 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Model School: যেন আস্ত এক খেলাঘর! এই স্কুলে এলে ছেলেমেয়েরা বাড়ি ফিরতে চায় না