Ram Navami 2024: ২৬৪০ বর্গফুটের রাম! দেখা যাবে এই বাংলাতেই
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
Ram Navami 2024: রামনবমীর আগেই ২৬৪০ বর্গফুটের রামের ছবি এঁকে তাক লাগালেন সিউড়ির শিল্পীরা। আগামী দিনে এই ছবি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের স্বীকৃতির জন্য পাঠানো হবে
বীরভূম: বুধবার রামনবমী। সেই উপলক্ষে এই বছর ছুটি ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। পাশাপাশি লোকসভা নির্বাচনের প্রক্রিয়া চলায় বিভিন্ন রাজনৈতিক দল রামনবমীকে তাদের মত করে প্রচারের কাজে ব্যবহার করবে বলাই বাহুল্য। এই এতকিছুর মধ্যেই রামনবমী উপলক্ষে এবার থাকছে এক অন্যরকম চমক। আর সেই চমক দিল বীরভূমের কয়েকজন যুবক-যুবতী।
রামনবমীর আগেই ২৬৪০ বর্গফুটের রামের ছবি এঁকে তাক লাগালেন সিউড়ির এইশিল্পীরা। আগামী দিনে এই ছবি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের স্বীকৃতির জন্য পাঠানো হবে বলে জানিয়েছেন শিল্পীরা। ভগবান রামের এই বিশাল ছবিটি আঁকতে সময় লেগেছে তিন দিন। ছোট ছোট আর্টপেপারে ধাপে ধাপে বাড়ি রং করার কাজের জন্য ব্যবহৃত প্রাইম রং দিয়ে আঁকা হয়েছে পুরো ছবিটি। তারপরে সেই আর্ট পেপারগুলিকে পিভিসি টেপ দিয়ে জোড়া লাগানো হয়। সমস্ত আর্ট পেপার জোড়ার পড়ে তার দৈর্ঘ্য দাঁড়িয়েছে ৮০ ফুট এবং প্রস্থ ৩৩ ফুট।
advertisement
advertisement
মূলত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে যে ছুটি থাকে সেটিকে কাজে লাগিয়েই এই ক্ষুদে শিল্পীরা এমন তাক লাগানো কাজ করেছেন। ২৬৪০ বর্গফুটের এই রামের ছবি দেখতে এখন সিউড়ির বেনীমাধব স্কুলের মাঠে ভিড় জমাচ্ছেন শহরবাসীরা।
সৌভিক রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 16, 2024 9:11 PM IST