Ram Mandir: পুরুলিয়ার অযোধ্যায় শুরু হল রামলালার পুজো! তৈরি হবে রাম-মন্দিরও! জানুন

Last Updated:

Ram Mandir: অযোধ্যায় বেড়াতে আসা পর্যটকদের কাছে উপরি পাওনা! এবার পুরুলিয়ার অযোধ্যা পাহাড়তলীতে রামলালার পুজো দিতে পারবেন! জানুন বিস্তারিত

+
রামলালা

রামলালা অযোধ্যা

পুরুলিয়া: ঠিক এক বছর আগে অর্থাৎ ২২ জানুয়ারি ২০২৪ সাল দিনটি ছিল সনাতন ধর্মাবলম্বী মানুষের কাছে বিরাট বড় দিন। দীর্ঘ অপেক্ষার পর রাম জন্মভূমি অযোধ্যায় প্রতিষ্ঠিত হয়েছিল রাম লালার মূর্তি। খুশির জোয়ার বয়েছিল গোটা ভারতবাসীর মনে। আর এবার পুরুলিয়ার অযোধ্যা পাহাড়তলীতে রামলালা। আনন্দে আপ্লুত অযোধ্যা পাহাড়তলীর আড়সা ব্লকের সিরকাবাদ এলাকার বাসিন্দারা। সিরকাবাদ মহাবীর মন্দিরে প্রতিষ্ঠিত হল রাম লালার মূর্তি।
একেবারে অযোধ্যার রামলালার মূর্তির আদলে এই রাম লালার মূর্তি তৈরি করা হয়। বাঁকুড়ার হস্তশিল্পীদের হাতে তৈরি হয় এই মূর্তি। যার যথেষ্টই মিল রয়েছে রাম জন্মভূমি অযোধ্যার রাম লালার মূর্তির সঙ্গে। আর সুদূর রাম জন্মভূমি অযোধ্যায় গিয়ে নয় এবার রামলালার পুজো করা সম্ভব হবে পুরুলিয়ার অযোধ্যাতেও। তাই এই খুশির আনন্দে মেতে উঠেছে আট থেকে আশি সকল বয়সী মানুষজন। শুধু পুরুলিয়াবাসী নয় পর্যটকদের কাছে ও বিরাট বড় পাওনা এটি। সিরকাবাদ ষোল আনা কমিটির তত্ত্বাবধানে এই মূর্তি প্রতিষ্ঠিত হয়।
advertisement
advertisement
এ বিষয়ে মন্দিরে আসা ভক্তরা বলেন , তারা খুবই খুশি এই মন্দিরে রামলালার মূর্তি স্থাপন হওয়ায়। অনেকের পক্ষেই সুদূর রাম জন্মভূমি অযোধ্যায় গিয়ে রামলালার দর্শন করা সম্ভব নয় তাই তারা ঘরের কাছেই এবার রামলালার দর্শন পাবেন।  এ বিষয়ে কমিটির এক সদস্য বলেন , পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের রাম মন্দির থাকলেও রামলালার মূর্তি অযোধ্যা পাহাড় বা পাহাড়তলী সংলগ্ন এলাকায় নেই। বর্তমানে এই মূর্তি মহাবীর মন্দিরে প্রতিষ্ঠিত হলেও পরবর্তী দিনে তারা রামলালার একটি মন্দির প্রতিষ্ঠার পরিকল্পনা নিচ্ছেন।
advertisement
রাম জন্মভূমি অযোধ্যাতে যেমন রামলালা রয়েছে একইভাবে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়তলীতেও এবার রামলালা পূজিত হবেন। রাম জন্মভূমি অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার বর্ষপূর্তির দিন পুরুলিয়ার অযোধ্যার সিরকাবাদে রামলালার মূর্তি স্থাপিত হয়। দুধ , ঘি, মধু, গঙ্গাজল দিয়ে এই মূর্তির অভিষেক করার পর পুজো শুরু হয়। ছিল নানান অনুষ্ঠানের আয়োজন। পুজো শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। কাতারে কাতারে মানুষের ভিড় হয়েছিল এইদিন।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Ram Mandir: পুরুলিয়ার অযোধ্যায় শুরু হল রামলালার পুজো! তৈরি হবে রাম-মন্দিরও! জানুন
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement