Raksha Bandhan 2024: এই বছর পুরুলিয়াতে সবচেয়ে ট্রেন্ডিং রাখি কোনটা জানেন?
- Reported by:Sarmistha Banerjee Bairagi
- hyperlocal
- Published by:kaustav bhowmick
Last Updated:
Raksha Bandhan 2024: চিকিৎসকদের এই টানা কর্মবিরতির ফলে চরম বিপাকে পড়েছেন চিকিৎসা করাতে আসা রোগীরা। ইনডোরের চিকিৎসা পরিষেবা কার্যত নেই বলেই অভিযোগ রোগীদের
পুরুলিয়া: ভাই-বোনের অটুট বন্ধনের উৎসব রাখি। বাঙালি থেকে অবাঙালি সকলের কাছেই রাখি উৎসব খুবই গুরুত্বপূর্ণ। এই দিন দিদি বা বোনেরা তাঁদের ভাই বা দাদার হাতে রাখি বেঁধে দিয়ে তাঁদের মঙ্গল কামনা করেন। আর দাদা বা ভাইরাও দিদি বা বোনের রক্ষা করার শপথ নেন এই দিন। সামনেই রাখি বন্ধন উৎসব, তাতে মেতে উঠবে আপামর বঙ্গবাসী। সব জায়গাতেই বিভিন্ন ভ্যারাইটির রাখি বিক্রি হতে দেখা যাচ্ছে।
রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি পুরুলিয়াতেও রাখি বিক্রি শুরু হয়ে গিয়েছে। পুরুলিয়া শহরের চকবাজারে দুর্দান্ত সব রাখির কালেকশন নিয়ে হাজির হয়েছেন বিক্রেতারা। ক্রেতারাও অধীর আগ্রহে দেখছেন সেই রাখিগুলি।
advertisement
এই বিষয়ে এক বিক্রেতা বলেন, প্রতিবছরের মত এই বছরও তিনি বিভিন্ন ভ্যারাইটির রাখি তুলেছেন। তার মধ্যে কাপল রাখি, মেয়েদের জন্য স্পেশাল রাখি সহ বিভিন্ন ভ্যারাইটি রাখি রয়েছে। রাখির দাম ৫ টাকা থেকে শুরু হয়ে ১৫০ টাকা পর্যন্ত রয়েছে। অন্যান্য বছরে তুলনায় এই বছর এখনও পর্যন্ত বিক্রি খানিকটা কম রয়েছে। তবুও তিনি আশা করছেন রাখি পূর্ণিমার আগেই তাঁর দোকানে রাখি বিক্রি বাড়বে।
advertisement
এই বিষয়ে এক ক্রেতা বলেন, এই দোকান থেকেই তিনি প্রতিবছর রাখি কেনেন। এই বছরও তিনি রাখি কিনেছেন। রাখির কালেকশনও বেশ ভাল রয়েছে। দামও অনেকটাই কম। তাই রাখি কিনে তিনি খুবই খুশি।
শর্মিষ্ঠা ব্যানার্জি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 17, 2024 6:59 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Raksha Bandhan 2024: এই বছর পুরুলিয়াতে সবচেয়ে ট্রেন্ডিং রাখি কোনটা জানেন?









