Raksha Bandhan 2024: ভুট্টার খোসার রাখি! দাম মাত্র ১০ টাকা

Last Updated:

Raksha Bandhan 2024: ১০ টাকা থেকে শুরু করে ২৫ টাকা কিংবা ৩০ টাকা পর্যন্ত রাখির দাম রাখা হয়েছে। যাতে সাধারণ মানুষ তাদের সাধ্যের মধ্যে এই পরিবেশবান্ধব রাখি কিনে রাখি বন্ধন উৎসব পালন করতে পারেন

+
title=

নদিয়া: রাখি বন্ধন উৎসবে নতুন চমক। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে এই বাংলায় শুরু হয়েছিল রাখি বন্ধন উৎসব। সাম্প্রদায়িকতার বিভেদ দূর করে ঐকের জয়গান শোনাতে এই উদ্যোগ নিয়েছিলেন রবি ঠাকুর। সেই পরম্পরা বজায় রেখে এবারের রাখি বন্ধন উৎসবে দেখা গেল নতুন চমক। ভুট্টার খোসা দিয়ে তৈরি হলো পরিবেশবান্ধব রাখি।
নদিয়ার কৃষ্ণগঞ্জ পঞ্চায়েতের অন্তর্গত চন্দননগর এল.এস.প্রাই এগ্রি কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সাহায্যে ভুট্টার রাখি তৈরি করেছে। পরিবেশবান্ধব এই রাখির চাহিদা এবার তুঙ্গে।
advertisement
নদিয়ার চন্দননগরের এই সমবায় সমিতি প্রতি বছরই নিত্য নতুন পরিবেশবান্ধব রাখি তৈরি করে থাকে। ২০২৪ এর রাখি বন্ধন উৎসবকে কেন্দ্র করে এবারও তারা নিত্যনতুন চিন্তাভাবনাকে মাথায় নিয়ে ভুট্টার খোসা দিয়ে রাখি তৈরি করেছে। এর মাধ্যমে তারা পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং পরিবেশ দূষণ রোধ করার বার্তা দিয়েছে। সমবায় সমিতিতে থাকা একাধিক স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা একত্রিতভাবে এই রাখি তৈরির কাজ করছেন।
advertisement
বর্তমানে এই রাখি বিক্রির চাহিদাও বেড়েছে। এর আগে এই সোসাইটির মহিলারা কচুরিপানার রাখি, পাটের রাখি তৈরি করেছিলেন। তবে এবার আরেকটু নতুনত্ব চিন্তা ভাবনা করে ভুট্টার খোসা দিয়ে তৈরি করে ফেলেছেন পরিবেশবান্ধব রাখি এবং এই কাজ করতে পেরে মহিলারা যথেষ্টই আনন্দিত এবং তাঁরা স্বনির্ভর হতে পারছেন বলেও জানিয়েছেন। যদিও সোসাইটির তরফে জানানো হয়েছে ১০ টাকা থেকে শুরু করে ২৫ টাকা কিংবা ৩০ টাকা পর্যন্ত রাখির দাম রাখা হয়েছে। যাতে সাধারণ মানুষ তাদের সাধ্যের মধ্যে এই পরিবেশবান্ধব রাখি কিনে রাখি বন্ধন উৎসব পালন করতে পারেন।
advertisement
মৈনাক দেবনাথ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Raksha Bandhan 2024: ভুট্টার খোসার রাখি! দাম মাত্র ১০ টাকা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement