Rajib Banerjee in Domjur: ডোমজুড়ে ফিরেই 'গদ্দার', 'তোলাবাজ' কটাক্ষ শুনলেন রাজীব, কালো পতাকা দেখালেন তৃণমূল কর্মীরাই

Last Updated:

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, রাজীব বন্দ্যোপাধ্যায় বিধায়ক থাকাকালীন তাঁর অনুগামী বেশ কয়েকজন নেতা এলাকায় তোলাবাজি চালাতেন (Rajib Banerjee in Domjur)৷

বিক্ষোভের মুখে পড়ে ফিরে যাচ্ছেন রাজীব বন্দ্যোপাধ্যায়৷
বিক্ষোভের মুখে পড়ে ফিরে যাচ্ছেন রাজীব বন্দ্যোপাধ্যায়৷
#কলকাতা: পর পর দু' বার ডোমজুড়ের বিধায়ক ছিলেন৷ বিধানসভা নির্বাচনে বিজেপি-র টিকিটে সেই ডোমজুড় (Domjur) থেকে লড়তে গিয়েই বড়সড় হারের মুখ দেখতে হয়েছিল৷ তৃণমূলে ফেরার পরেও সেই ডোমজুড়ে প্রথমবার ফিরেও অস্বস্তি এড়াতে পারলেন না রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)৷ তৃণমূলেরই নেতা কর্মীদের বিক্ষোভের মুখে পড়ে ফিরে যেতে হল ডোমজুড়ের প্রাক্তন বিধায়ককে৷ রাজীব বন্দ্যোপাধ্যায়কে কালো পতাকা দেখানোর পাশাপাশি তাঁকে 'গদ্দার', 'তোলাবাজ' বলেও কটাক্ষ করা হয়৷ দেওয়া হয় 'গো ব্যাক' স্লোগান৷
মে মাসে নির্বাচনের ফল ঘোষণার পর এই প্রথম ডোমজুড়ে গিয়েছিলেন তৃণমূল নেতা৷ ডোমজুড়ের পাকুড়িয়ার গোপাল ঘোষ নামে স্থানীয় এক তৃণমূল নেতার বাবার মৃত্যু সংবাদ পেয়েই ডোমজুড়ে শেষ শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়৷ ওই তৃণমূল নেতা এলাকায় রাজীব পন্থী হিসেবেই পরিচিত ছিলেন৷ কিন্তু পাকুড়িয়ায় রাজীব বন্দ্যোপাধ্যায়ের পৌঁছনোর খবর পেয়েই সেখানে জড়ো হয়ে যান তৃণমূলের স্থানীয় নেতা কর্মীরা৷ রাজীব বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ধরে তাঁর বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন তাঁরা৷
advertisement
advertisement
রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'তোলাবাজ' বলেও কটাক্ষ করা হয়৷ বিক্ষোভকারীরা অভিযোগ করেন, রাজীব বন্দ্যোপাধ্যায় বিধায়ক থাকাকালীন তাঁর অনুগামী বেশ কয়েকজন নেতা এলাকায় তোলাবাজি চালাতেন৷ রাজীব দল ছাড়ার পর সেই উপদ্রব থেকে মুক্ত করা হয়েছে ডোমজুড়কে৷
advertisement
বিক্ষোভের মুখে পড়ে শেষ পর্যন্ত দলীয় নেতার বাড়িতে না গিয়েই ফিরে যেতে বাধ্য হন রাজীব বন্দ্যোপাধ্যায়৷ পরে ফেসবুকে প্রয়াত সুধীর রঞ্জন ঘোষ নামের ডোমজুড়ে তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতিকে শ্রদ্ধা জানান তিনি৷ প্রসঙ্গত রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপি-তে যোগ দেওয়ার পরেও ডোমজুড়ে এসে বিক্ষোভের মুখে পড়েছিলেন৷ রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূলে যোগ দেওয়ার আগেও তার বিরোধিতা করে ডোমজুড়ে বিক্ষোভ দেখান দলীয় নেতা কর্মীদের একাংশ৷
advertisement
যদিও ডোমজুড়ের তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষের দাবি, এই বিক্ষোভের সঙ্গে তৃণমূলের কেউ যুক্ত নন৷ এই বিক্ষোভ স্থানীয় গ্রামবাসীদের ক্ষোভের বহিঃপ্রকাশ বলেই দাবি করেন কল্যাণ বাবু৷ অস্বস্তি এড়াতে তৃণমূল বিধায়ক এই দাবি করলেও বিক্ষোভকারীদের গলায় তৃণমূলের সমর্থনে স্লোগানও শোনা গিয়েছে৷ যদিও এ দিনের ঘটনায় রাজীব বন্দ্যোপাধ্যায়ের কোনও প্রতিক্রিয়া মেলেনি৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rajib Banerjee in Domjur: ডোমজুড়ে ফিরেই 'গদ্দার', 'তোলাবাজ' কটাক্ষ শুনলেন রাজীব, কালো পতাকা দেখালেন তৃণমূল কর্মীরাই
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement