Salt Lake Murder Update: খুঁজতে যান গ্রামের বাড়িতেও, স্বর্ণ ব্যবসায়ী খুনে রাজগঞ্জের বিডিও-র ভূমিকায় আরও বাড়ল রহস্য!

Last Updated:

গত বৃহস্পতিবার নিউ টাউনের খালপাড়ের ধারে ঝোপের ভিতর থেকে উদ্ধার হয় স্বপন কামিল্যা নামে একজন স্বর্ণ ব্যবসায়ীর দেহ৷

মৃত স্বর্ণব্যবসায়ী স্বপন কামিল্যা (বাঁদিকে) এবং অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মণ৷
মৃত স্বর্ণব্যবসায়ী স্বপন কামিল্যা (বাঁদিকে) এবং অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মণ৷
শঙ্কর রাই, দাঁতন: সল্টলেকের দত্তাবাদে স্বর্ণব্যবসায়ী খুনের ঘটনায় রাজগঞ্জের বিডিও-র ভূমিকায় সন্দেহ আরও বাড়ল৷ নিহত ব্যবসায়ীর পরিবারের অভিযোগ, স্বপন কামিল্যা নামে ওই ব্যবসায়ীর খোঁজে তাঁর পশ্চিম মেদিনীপুরের বাড়িতেও পৌঁছে গিয়েছিলেন রাজগঞ্জের বিডিও৷
গত বৃহস্পতিবার নিউ টাউনের খালপাড়ের ধারে ঝোপের ভিতর থেকে উদ্ধার হয় স্বপন কামিল্যা নামে একজন স্বর্ণ ব্যবসায়ীর দেহ৷ রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন নিজের গাড়িতে করে তুলে নিয়ে গিয়ে স্বপনবাবুকে খুন করেছেন বলে অভিযোগ করেছে মৃত ব্যবসায়ীর পরিবার৷
মৃতের পরিবার আগেই অভিযোগ করেছিল, গত ২৮ অক্টোবর সল্টলেকে দত্তাবাদের দোকান থেকে ওই ব্যবসায়ীকে নিজের গাড়িতে করে তুলে নিয়ে যান রাজগঞ্জের বিডিও এবং তাঁর সঙ্গে থাকা কয়েকজন৷ যদিও এই ঘটনার সঙ্গে তাঁর যোগ রয়েছে কি না, সে বিষয়ে সরাসরি কোনও উত্তর দেননি অভিযুক্ত বিডিও৷ পুলিশও এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছে৷
advertisement
advertisement
এবার মৃত স্বর্ণ ব্যবসায়ীর পরিবার দাবি করল, এই ঘটনার কয়েক দিন আগে স্বপনবাবুর খোঁজে তাঁর গ্রামের বাড়িতেও পৌঁছে গিয়েছিলেন ওই বিডিও৷ স্বর্ণব্যবসায়ী স্বপনবাবুর বাড়িতে যখন বিডিও প্রশান্ত বর্মন গিয়েছিলেন, সেই সময়ের একটি ভিডিও সংবাদমাধ্যমকে দিয়েছে মৃত ব্যবসায়ীর পরিবার৷ যদিও এই ভিডিও-র সত্যতা যাচাই করেনি নিউজ ১৮ বাংলা৷
গত বৃহস্পতিবার নিউ টাউনের যাত্রাগাছির খালের ধারের ঝোপের ভিতর থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার হয়৷ শেষ পর্যন্ত গতকাল জানা যায়, মৃতের নাম স্বপন কামিল্যা৷ স্বপনবাবু পশ্চিম মেদিনীপুরের নীলদা পোস্ট অফিস এলাকার দিলমাটিয়া গ্রামের বাসিন্দা ছিলেন৷ যদিও সল্টলেকের দত্তাবাদ এলাকায় একটি সোনার দোকান ভাড়া নিয়ে চালাতেন তিনি৷ সেখানেই ঘর ভাড়া করে থাকতেন স্বপনবাবু৷
advertisement
মৃতের পরিবারের অভিযোগ, কিছু দিন আগে ধুপগুড়ির বিডিও-র বাড়িতে চুরির ঘটনা ঘটেছিল৷ খোয়া যায় বেশ কিছু সোনার গয়না৷ রাজগঞ্জের বর্তমান বিডিও প্রশান্ত বর্মন এর আগে ধুপগুড়ির বিডিও ছিলেন৷ মৃত স্বর্ণব্যবসায়ীর পরিবারের অভিযোগ, পুলিশের মারফত বিডিও জানতে পারেন, তার বাড়ি থেকে চুরি হওয়া গয়না দত্তাবাদের ওই সোনার দোকানে বিক্রি করা হয়েছে৷
advertisement
এই খবর পেয়ে কয়েক দিন আগে বিডিও প্রশান্ত বর্মন নিজেই দত্তাবাদে স্বপনবাবুর দোকানে হাজির হন বলে দাবি মৃতের পরিবারের৷ কিন্তু তখন দোকান বন্ধ ছিল৷ দোকানের নামের সঙ্গে দেওয়া মোবাইল নম্বরেও ফোন করেন বিডিও৷ কিন্তু কেউ ফোন তোলেননি৷ কিন্তু গত মঙ্গলবার ফোনে কথা বলার পর নীল বাতি লাগানো গাড়ি চড়ে বিডিও নিজেই ওই দোকানে হাজির হন বলে মৃতের পরিবারের দাবি৷
advertisement
অভিযোগ, দোকানে আসার পরই দোকান মালিক স্বপন কামিল্যা এবং তাঁর বাড়িওয়ালাকে বিডিও-র গাড়িতে করেই নিউ টাউনের একটি নির্জন জায়গায় তুলে নিয়ে যাওয়া হয়৷ বুধবার দিন ওই নীল বাতি লাগানো গাড়িতেই বাড়ির মালিককে ফের দত্তাবাদে ছেড়ে দিয়ে যাওয়া হলেও স্বপন ফেরেননি৷ বৃহস্পতিবার দিন যাত্রাগাছির খালপাড় থেকে উদ্ধার হয় অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ৷ সেই দেহে আঘাতের চিহ্নও ছিল৷
advertisement
স্বপনের খোঁজ না পেয়ে বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করে তাঁর পরিবার৷ তখনই স্বপনের ছবি দেখে পুলিশ নিশ্চিত হয়, নিউ টাউনে উদ্ধার হয় মৃতদেহটি নিখোঁজ স্বর্ণ ব্যবসায়ীরই৷ ঘটনায় বিধাননগর দক্ষিণ থানায় খুনের অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার৷
এই ঘটনার সঙ্গে তাঁর সত্যিই যোগ রয়েছে কি না, তা জানতে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের সঙ্গে যোগাযোগ করা হয়৷ যদিও প্রশ্ন এড়িয়ে তাঁর সংক্ষিপ্ত জবাব, বার বার বিরক্ত করবেন না৷ মৃতের পরিবার বিধাননগর দক্ষিণ থানায় রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মণের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছে৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Salt Lake Murder Update: খুঁজতে যান গ্রামের বাড়িতেও, স্বর্ণ ব্যবসায়ী খুনে রাজগঞ্জের বিডিও-র ভূমিকায় আরও বাড়ল রহস্য!
Next Article
advertisement
'বন্ধু, রহো সাথে...' চোখের ঈশারাতেই ২৩ বছর পার! বুলি ফোটে না, তবু 'কথা' দিয়ে 'কথা' রেখেছেন উত্তম-উজ্জ্বলা
'বন্ধু, রহো সাথে..' চোখের ঈশারায় ২৩ বছর পার! বুলি ফোটে না, তবু কথা দিয়ে কথা রেখেছেন দম্পতি
  • ২৩ বছর ধরে কথা না বলেও ইশারায় সংসার চালাচ্ছেন উত্তম ও উজ্জ্বলা

  • শিলিগুড়িতে চা-বিস্কুট বিক্রি করে

  • প্রেম ও পাশে থাকার এ এক অনন্য নজির

VIEW MORE
advertisement
advertisement