বাইকে এসে সপাটে ধাক্কা গাড়ির, রাজারহাটে মর্মান্তিক মৃত্যু তৃণমূল নেতার!
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Accident in Kolkata: তড়িঘড়ি তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখান থেকে তাঁকে স্থানান্তরিত করা হয় আরজিকর হাসপাতালে।
#কলকাতা: পথ দুর্ঘটনায় রাজারহাটে স্থানীয় তৃণমূল নেতার মৃত্যু। বুধবার রাতে অ্যাপক্যাব গাড়ির ধাক্কায় মৃত্যু হয় মতিয়ার রহমান সাপুইয়ের। গতকাল রাতে কামদুনি থেকে রাজারহাটে ফেরার সময় তার বাইকের পেছনে সজোরে অ্যাপক্যাব গাড়ি ধাক্কা মারলে ছিটকে পরে তৃণমূল নেতা মতিয়ার রহমান সাফুই।
এরপর তড়িঘড়ি তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখান থেকে তাঁকে স্থানান্তরিত করা হয় আরজিকর হাসপাতালে। আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে খবর। এই খবরে শোখের ছায়া নেমে আসে পরিবারে। পাশাপাশি গোটা এলাকাতেও রয়েছে শোকের ছাড়া।
advertisement
advertisement
এদিকে, বেপরোয়া বাসের ধাক্কা মোটর বাইকে। গুরুতর জখম মোটর বাইক আরোহী ও চালক। সংকটজনক অবস্থায় তাঁদের পাঠানো হয়েছে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনায় উত্তপ্ত মালদহের বাবুবাজার এলাকা। রাজ্যসড়ক অবরোধ এলাকাবাসীর। লাঠি হাতে শাসানি। ব্যাপক উত্তেজনা।
advertisement
এলাকায় মালদহ থানার পুলিশ। জানা গিয়েছে, বেসরকারি বাসটি নালাগোলা থেকে মালদহের দিকে আসছিল। পিছন থেকে মোটরবাইককে ধাক্কা মারে বাসটি। এরপরেই বেপরোয়া বাস চলাচলের বিরুদ্ধে শুরু হয় প্রতিবাদ। শেষ খবর পাওয়া পর্যন্ত, বাইক দুর্ঘটনায় জখম একজনের মৃত্যু। মৃত যুবক শাহিদুল সেখ কালিয়াচক থানার বাখরপুরের বাসিন্দা। ঘটনায় গুরুতর জখম রেজানুল হক নামে এক যুবকের চিকিৎসা চলছে মালদহ মেডিক্যাল কলেজে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 22, 2022 12:49 PM IST