Purulia News: ফের চালু হবে আদ্রা ডিভিশনে বন্ধ ট্রেন, যাত্রীদের সমস্যার সমাধানে আশ্বাস রেল প্রশাসনের
- Reported by:Shantonu Das
- local18
- Published by:Ratnadeep Ray
Last Updated:
Purulia News: রেল প্রশাসনের আশ্বাসের পর ট্রেন যাত্রীরা আশা প্রকাশ করেছেন যে, শীঘ্রই রেল ব্যবস্থার এই সমস্যাগুলো সমাধান হবে। এখন দেখার বিষয়, প্রশাসন কত দ্রুত এই প্রতিশ্রুতির বাস্তবায়ন করে।
পুরুলিয়া, শান্তনু দাস: দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে করোনা মহামারির পর থেকে একাধিক ট্রেন বন্ধ হয়ে রয়েছে। বর্তমানে যেসব ট্রেন চলছে সেগুলোও প্রায়শই দেরিতে পৌঁছচ্ছে, যার ফলে যাত্রীরা চরম অসুবিধার মুখোমুখি হচ্ছেন। তবে এবার আদ্রা ডিভিশনের রেল প্রশাসন এই সমস্ত বন্ধ ট্রেন পুনরায় চালু করার উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলেন। আদ্রা ডিভিশনে বিশেষ করে করোনা মহামারির পর থেকে রেল ব্যবস্থায় অনেকটাই সমস্যা দেখা দিয়েছে।
একাধিক ট্রেন বন্ধ করা হয়েছে এবং বেশ কিছু প্যাসেঞ্জার ট্রেনকে বর্তমানে এক্সপ্রেস ট্রেন হিসেবে চালান হচ্ছে, যা যাত্রীদের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। আদ্রা ডিভিশনের সিনিয়র ডিসিএম বিকাশ কুমার বলেন, “যাত্রীদের অভিযোগ আমাদের কাছে এসেছে। আমরা চাই সমস্যার দ্রুত সমাধান হোক। ইতিমধ্যেই এই বিষয়টি দক্ষিণ-পূর্ব রেলের কাছে জানান হয়েছে এবং পুনরায় জানান হবে। যাত্রী পরিষেবায় রেল প্রশাসন সবসময় পাশে রয়েছে।”
advertisement
advertisement
এদিন আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল আদ্রা ডিআরএম অফিসে যান এবং কিছু যাত্রীকে সঙ্গে নিয়ে আদ্রা ডিভিশনের ডিআরএম মুকেশ গুপ্তার সঙ্গে আলোচনায় বসেন এবং একটি স্মারকলিপিও জমা দেন যাত্রীদের সমস্যা তুলে ধরতে। বিধায়িকার স্মারকলিপি প্রদান এবং রেল প্রশাসনের আশ্বাসের পর ট্রেন যাত্রীরা আশা প্রকাশ করেছেন যে, শীঘ্রই রেল ব্যবস্থার এই সমস্যাগুলো সমাধান হবে। এখন দেখার বিষয়, প্রশাসন কত দ্রুত এই প্রতিশ্রুতির বাস্তবায়ন করে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 02, 2026 8:08 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: ফের চালু হবে আদ্রা ডিভিশনে বন্ধ ট্রেন, যাত্রীদের সমস্যার সমাধানে আশ্বাস রেল প্রশাসনের









