Rahul Gandhi: দু-দুবার খেয়েছেন রাহুল গান্ধি! আবারও কি খাবেন? ৭ কেজির ছানাবড়া তৈরি মুর্শিদাবাদে
- Published by:Sanjukta Sarkar
- hyperlocal
- Reported by:KOUSHIK ADHIKARY
Last Updated:
Rahul Gandhi: টেক্সটাইল কলেজ মোড়ের সামনে তাকে মিষ্টি উপহার দেওয়া হবে। আর সেই সাত কেজি ওজনের ছানাবড়া মিষ্টি তৈরি চলছে ইতি মধ্যেই জোর কদমে।
মুর্শিদাবাদ: ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে পৌঁছেছে রাহুল গান্ধির নেতৃত্বে ভারত জোড়ো ন্যায় যাত্রা। একদা কংগ্রেস গড় হিসেবে পরিচিত মুর্শিদাবাদে পয়লা ফেব্রুয়ারি ভারত জোড়ো ন্যায় যাত্রা কর্মসূচিতে মুর্শিদাবাদে আসছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। কিন্তু এবার আর ছানাবড়া বসে খাওয়ার সম্ভাবনা কম। তবুও তাঁর জন্য তৈরি হচ্ছে সাত কেজি ওজনের ছানাবড়া মিষ্টি। তাঁকে উপহার হিসেবে তুলে দেওয়া হবে মিষ্টি।
২০০৯ ও ২০১৪ সালে পরপর দু’বার লোকসভা ভোটের প্রচারে এসেছিলেন বহরমপুরে রাহুল গান্ধি। তারমধ্যে একবার বহরমপুরে এফ ইউ সি মাঠে সভা ছিল তাঁর। সেবার বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ের মিষ্টির দোকানে বসে ছানাবড়া খেয়েছিলেন রাহুল। সেই ছবি বাঁধিয়ে দোকানে টাঙিয়ে রেখেছেন মিষ্টির দোকানের মালিক অরুণ দাস। তবে এবার তাঁরই হাতে মিষ্টি তুলে দেবেন টেক্সটাইল মোড় এলাকায়। আর এবার মিষ্টি তুলে দিলেই তিনবারের হ্যাটট্রিক করবেন মিষ্টি বিক্রেতা অরুণ দাস।
advertisement
advertisement
১লা ফেব্রুয়ারি উত্তরবঙ্গ সফর শেষ করেই ফরাক্কা দিয়ে মুর্শিদাবাদ জেলাতে প্রবেশ করবে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা। বহরমপুর শহরের বিএসএনএল মোড় থেকে টেক্সটাইল হয়ে কান্দির নবগ্রাম পর্যন্ত হুড খোলা গাড়িতে যাবেন রাহুল গাঁধী বলে কংগ্রেস সুত্রে খবর। আর তখনই টেক্সটাইল কলেজ মোড়ের সামনে তাকে মিষ্টি উপহার দেওয়া হবে। আর সেই সাত কেজি ওজনের ছানাবড়া মিষ্টি তৈরি চলছে ইতি মধ্যেই জোর কদমে। মুর্শিদাবাদ জেলার বিখ্যাত মিষ্টি ছানাবড়া। আগেই ‘জিআই’ তকমা পেয়েছে। এই মিষ্টির কদর মুর্শিদাবাদ জেলা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায়।
advertisement
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 30, 2024 12:08 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rahul Gandhi: দু-দুবার খেয়েছেন রাহুল গান্ধি! আবারও কি খাবেন? ৭ কেজির ছানাবড়া তৈরি মুর্শিদাবাদে