Bangla Video: ক্যানিংয়ের স্কুলে চালু হল রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন! খরচ করলেন অভিভাবকরা
- Reported by:Suman Saha
- hyperlocal
- Published by:kaustav bhowmick
Last Updated:
Bangla Video: বর্তমান সময়ে সন্তানদের স্কুলে পাঠিয়ে অভিভাবকরা অনেকেই দুশ্চিন্তায় থাকেন যে সন্তান ঠিকমতো স্কুলে গেল কিনা? স্কুল থেকে ক্লাস ফাঁকি দিয়ে বাইরে কোথাও ঘুরতে গেল কিনা?
দক্ষিণ ২৪ পরগনা: বর্তমান সময়ে সন্তানদের স্কুলে পাঠিয়ে অভিভাবকরা অনেকেই দুশ্চিন্তায় থাকেন যে সন্তান ঠিকমতো স্কুলে গেল কিনা? স্কুল থেকে ক্লাস ফাঁকি দিয়ে বাইরে কোথাও ঘুরতে গেল কিনা? এই দুশ্চিন্তার অবসান ঘটানোর পাশাপাশি স্কুল পড়ুয়াদের আরও বেশি করে শৃঙ্খলা পরায়ন করতে উদ্যোগ নিয়েছে প্রায় শতাব্দী প্রাচীন ক্যানিংয়ের ডেভিড সেশুন হাইস্কুল। স্কুলে উদ্বোধন হল রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন সিস্টেমের। উদ্বোধন করেন ক্যানিং পশ্চিমের বিধায়ক।
ক্যানিংয়ের সব থেকে প্রাচীন এই স্কুলের নামডাক বরাবরই রয়েছে। মহকুমার মধ্যে এই স্কুল ভাবনা চিন্তা, পড়ুয়াদের সঠিক শিক্ষাদানের পাশাপাশি তাঁদেরকে খেলাধুলা বা সংস্কৃতিতে এগিয়ে দিয়েছে বরাবর। প্রায় আড়াই হাজার পড়ুয়া সম্বলিত এই স্কুলে যাতে কোন পড়ুয়ার সঙ্গেঅপ্রতিকর ঘটনা না ঘটে সেদিকে নজরদারি চালাতে যেমন ৬৪ টি সিসি টিভি ক্যামেরা দিয়ে গোটা স্কুল চত্বর মুড়ে ফেলা হয়েছে, তেমনি এবার পড়ুয়ারা স্কুলে আসছে কিনা, কখন আসছে, স্কুল থেকে কখন বেরিয়ে যাচ্ছে সে বিষয়ে সঠিক সময়ে বার্তা পৌঁছে যাবে অভিভাবকদের মোবাইল ফোনে। এই ধরনের প্রযুক্তি আগেও বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহার করা হলেও তার তুলনায় এই রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন সিস্টেম অনেক বেশি উন্নত বলেই দাবি স্কুলের প্রধান শিক্ষকের।
advertisement
advertisement
ছাত্রছাত্রীরা স্কুলের মূল গেট দিয়ে প্রবেশ করলেই এই প্রযুক্তি স্বয়ংক্রিয় ভাবেই শনাক্ত করতে পারবে ঐ পড়ুয়াকে। পরিচয় পত্র কোথাও দেখানো বা ছোঁয়ানোর প্রয়োজন হবে না এবং যেমন স্কুলের লকবুকে তার নাম অন্তর্ভুক্ত হবে, তেমনি তার পরিবারের কাছেও মেসেজ পৌঁছে যাবে যে সন্তান স্কুলে প্রবেশ করেছে। একইভাবে স্কুল থেকে বেরিয়ে যাওয়ার সময়ও মোবাইল মারফৎ বার্তা পেয়ে যাবেন অভিভাবকরা। অভিভাবকদের সঙ্গে বৈঠকের সময় অনেক অভিভাবকই সন্তানদের নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছিলেন। তখন থেকেই এই ধরনের কিছু প্রযুক্তির ব্যবহারের বিষয় নিয়ে ভাবনা চিন্তা করছিল স্কুল।
advertisement
এই প্রযুক্তি স্কুলে স্থাপন করতে অভিভাবকরাই খরচের সিংহভাগ বহন করেছেন। সরকারি স্কুলে এই অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার ছাত্রছাত্রীদের আরও বেশি করে নিয়মানুবর্তী করে তুলবে বলেই দাবি স্কুল কতৃপক্ষের । আগামীদিনে স্কুলে আরও উন্নত প্রযুক্তির ব্যবহার করার পরিকল্পনাও রয়েছে দাবি তাঁদের।
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 20, 2024 8:29 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla Video: ক্যানিংয়ের স্কুলে চালু হল রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন! খরচ করলেন অভিভাবকরা







