Water Supply: জল সরবরাহের পাইপলাইন বসাতে খোঁড়া যাবে না রাস্তা, জানুন
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Water Supply: এবার জল সরবরাহের পাইপলাইন বসাতে হঠাৎ করে খোঁড়া যাবেনা রাস্তা। বেশ কয়েকবছর ধরে এই সমস্যায় জর্জরিত সাধারণ মানুষজন
দক্ষিণ ২৪ পরগনা: এবার জল সরবরাহের পাইপলাইন বসাতে বিনা অনুমতিতে খোঁড়া যাবেনা রাস্তা। বেশ কয়েকবছর ধরে এই সমস্যায় জর্জরিত সাধারণ মানুষজন। রাজ্যের গ্রামীণ এলাকায় রাস্তা তৈরি করার পর অনুমতি ছাড়াই জল সরবরাহের পাইপ বসাতে খোঁড়াখুঁড়ি করছিল জনস্বাস্থ্য কারিগরি দফতর। যার জেরে তৈরি হচ্ছিল একাধিক সমস্যা। অনেক জায়গায় পাইপলাইন বসানোর পরও রাস্তা সংস্কার হচ্ছিল না। ফলে আগামী দিনে যাতে বিনা অনুমতিতে রাস্তা খোঁড়া না হয়, সেই লক্ষ্যে জনস্বাস্থ্য কারিগরি দফতরের ইঞ্জিনিয়ার ও ঠিকাদারদের জন্য বিশেষ রূপরেখা বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি করা হয়েছে।
আরও পড়ুন: রামগঙ্গা জেটিঘাট সংলগ্ন এলাকার সংস্কারের দাবি স্থানীয়দের, দেখুন
এই এসওপি মেনেই রাস্তা কাটা ও তারপর মেরামতির কাজ করতে হবে বলে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে জেলাশাসকদের বিষয়টি অবগত করে চিঠি পাঠিয়েছে দফতর। এসওপিতে বলা হয়েছে, পঞ্চায়েত দফতর বা জেলা প্রশাসন নানা প্রকল্পের মাধ্যমে অনেক রাস্তা তৈরি করছে। এবার সেখানে পাইপলাইন বসানোর জন্য খোঁড়াখুঁড়ির আগে রাস্তা নির্মাণকারী সংস্থার অনুমতি প্রয়োজন।
advertisement
অন্তত দু’সপ্তাহ আগে বিষয়টি জানাতে হবে রাস্তা নির্মাণকারী সংস্থাকে। এরপর দু’তরফ থেকেই সংশ্লিষ্ট রাস্তায় পরিদর্শন করা হবে। কীভাবে গোটা কাজ হবে তা নিয়ে আলোচনা করে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হবে। পাইপলাইন বসিয়ে যাতে দ্রুত সেই রাস্তা চলাচলযোগ্য করা যায় সে ব্যাপারেও উদ্যোগী হতে হবে জনস্বাস্থ্য কারিগরি দফতরকেই।
advertisement
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 20, 2024 6:05 PM IST