রঘুনাথপুরের বাসিন্দাদের জন্য সুখবর! আর ভুগতে হবে না যানজট সমস্যায়, বিরাট পরিকল্পনা পৌরসভার
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Shantonu Das
Last Updated:
পুরুলিয়া জেলার অন্যতম গুরুত্বপূর্ণ শহর রঘুনাথপুর। শহরের বিকাশে সবচেয়ে বড় বাধা পার্কিং। সমস্যায় দীর্ঘদিন ধরে নাজেহাল শহরবাসী!
পুরুলিয়া, শান্তনু দাস: পুরুলিয়া জেলার অন্যতম গুরুত্বপূর্ণ শহর হল রঘুনাথপুর। প্রশাসনিক, শিক্ষা ও ব্যবসায়িক দিক থেকে ক্রমেই বাড়ছে এই শহরের গুরুত্ব। কিন্তু শহরের এই বিকাশে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দীর্ঘদিনের এক সমস্যা – পার্কিং।
পার্কিংয়ের সমস্যায় দীর্ঘদিন ধরে নাজেহাল শহরবাসী। যত্রতত্র গাড়ি পার্কিংয়ের ফলে প্রায়সই ঘটছে ছোট, বড় দুর্ঘটনা। বাড়ছে যানজট। ফলে প্রায়দিনই চরম সমস্যার সম্মুখীন হচ্ছে শহরের মানুষজন। বিশেষ করে, রাজ্য সড়কের উপর এবং শহরে থাকা স্কুলগুলির সামনে গাড়ি পার্কিংয়ের ফলে সমস্যা আরও বাড়ছে। অন্যদিকে রঘুনাথপুর কোর্ট চত্বরের বাইরেও রাস্তার উপরে গাড়ি পার্কিংয়ের ফলে যানজট আরও তীব্র হচ্ছে।
advertisement
আরও পড়ুন: হরিয়ানায় গা ঢাকা দিয়েছিল মগরাহাটের যুবক! তুলে আনল বাংলার পুলিশ, কারণ জানলে স্যালুট জানাবেন
advertisement
তবে দীর্ঘদিনের এই সমস্যার সমাধানে এবার উদ্যোগী হচ্ছে পুরুলিয়ার রঘুনাথপুর পৌরসভা। শহরের মধ্যে জামসোল এলাকায় রাজ্য সড়কের পাশে মোটরবাইক ও গাড়ি রাখার স্ট্যান্ড তৈরি করার পরিকল্পনা নিচ্ছে পৌরসভা। রঘুনাথপুর পৌরসভার চেয়ারম্যান তরণী বাউরি বলেন, ‘‘রঘুনাথপুর শহরে পার্কিং সমস্যা মেটাতে শহরের জামসোল এলাকায় পৌরসভার উদ্যোগে স্ট্যান্ড তৈরির পরিকল্পনা নেওয়া হচ্ছে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পৌরসভার এই পদক্ষেপ শুধু শহরের যানজটই কমাবে না, বরং শহরের সৌন্দর্য, শৃঙ্খলা ও নিরাপত্তাকেও আরও বাড়িয়ে তুলবে বলে মনে করছেন শহরবাসী। তবে ঠিক কবে থেকে এই স্ট্যান্ড তৈরির কাজ শুরু হবে, তা এখনও জানান হয়নি। তবে পার্কিং সমস্যা দূরীকরণে পৌরসভার এমন পদক্ষেপে আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলছেন রঘুনাথপুর শহরবাসী।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 20, 2025 12:10 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রঘুনাথপুরের বাসিন্দাদের জন্য সুখবর! আর ভুগতে হবে না যানজট সমস্যায়, বিরাট পরিকল্পনা পৌরসভার