হরিয়ানায় গা ঢাকা দিয়েছিল বিষ্ণুপুরের যুবক! তুলে আনল বাংলার পুলিশ, কারণ জানলে স্যালুট জানাবেন
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
মগরাহাটে অপকর্ম করে ভিন রাজ্যে গা ঢাকা দেওয়ার চেষ্টা করেও রেহাই পেলনা এক ব্যক্তি। ভিনরাজ্য থেকে ধৃতকে ধরে আনল ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ কর্মীরা।।
মগরাহাট, নবাব মল্লিক: মগরাহাটে অপকর্ম করে ভিন রাজ্যে গা ঢাকা দেওয়ার চেষ্টা করেও রেহাই পেলনা এক ব্যক্তি। ভিনরাজ্য থেকে ধৃতকে ধরে আনল ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ কর্মীরা।
সম্প্রতি মগরাহাটের আমড়া তলা এলাকায় একটি ঘটনা ঘটে। বছর তিরিশের এক মহিলা তাঁর পাঁচ বছরের মেয়েকে টিউশন পড়ানোর পর মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিলেন। সেসময় সাইফুল মোল্লা নামের এক বিকৃত মস্তিষ্ক ব্যক্তি ওই মহিলার সঙ্গে অপকর্ম করার চেষ্টা করে।
advertisement
advertisement
ঠিক সেই সময়ে তাঁর কাছে থাকা বাচ্চা মেয়েটি ওখান থেকে পালিয়ে যায় এবং আশেপাশের লোকজনকে খবর দেয়। এদিকে চিৎকার চেঁচামেচিতে লোকজন জড়ো হতে থাকে। ওই মহিলাও সাহসিকতার পরিচয় দেয়। এদিকে এই ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থানার পুলিশ। কিন্তু সাইফুল মোল্লা ওখান থেকে পালিয়ে যেতে সমর্থ হয়। এরপর সাইফুলের খোঁজে শুরু হয় তল্লাশি। পশ্চিমবঙ্গের পশ্চিম অংশে রানীগঞ্জ এলাকায় থাকার সম্ভবনা দেখে শুরু হয় তল্লাশি।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পরে জানা যায় হরিয়ানার গুরগাঁও এলাকায় লুকিয়ে থাকতে পারে ওই ব্যক্তি। এরপর সেখানে গিয়ে পুলিশ ধৃতকে ধরে ফেলে। নিয়ে আসা হয় এখানে। বর্তমানে পুলিশ সাইফুলকে রিমান্ডে নিয়েছে। ধৃতকে যাতে দ্রুত শাস্তি দেওয়া যায় সেই প্রক্রিয়া চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যে গোটা ঘটনাটি নিয়ে সাংবাদিক সম্মেলন করেছেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে। দোষীকে রিমান্ডে নেওয়ার কাস্টডি ট্রায়ালে দ্রুত কনভিকশন যাতে হয় সেই দিকটি দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 20, 2025 11:48 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
হরিয়ানায় গা ঢাকা দিয়েছিল বিষ্ণুপুরের যুবক! তুলে আনল বাংলার পুলিশ, কারণ জানলে স্যালুট জানাবেন