Purulia News: ধান কাটতে গিয়েই শিউরে উঠলেন কৃষক! ঘাসের মধ্যে লুকিয়ে আস্ত ময়াল সাপ
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Shantonu Das
Last Updated:
ধান কাটতে গিয়েই কৃষকের চক্ষু চড়ক গাছ, জমির মধ্যেই লুকিয়ে আস্ত ময়াল সাপ। পুরুলিয়ার সাঁওতালডিহি থানার ডুমুরডিহা গ্রামের এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ।
পুরুলিয়া, শান্তনু দাস: ধান কাটতে গিয়েই কৃষকের চক্ষু চড়ক গাছ, জমির মধ্যেই লুকিয়ে আস্ত ময়াল সাপ। পুরুলিয়া জেলার সাঁওতালডিহি থানার ডুমুরডিহা গ্রামের এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। জানা যায়, গ্রামের কৃষক কীর্তন মাহাতো তার ধানের জমিতে ধান কাটতে গিয়েই সে ময়াল সাপটিকে হঠাৎ দেখতে পায় জমির মধ্যে।
খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসীরা সাপটিকে দেখতে ভিড় জমান। তারপরই এলাকাবাসীরা সাহসিকতার সঙ্গে সাপটিকে একটি বস্তার মধ্যে বন্দি করে খবর দেয় সাঁওতালডিহি থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে এসে খবর দেয় বনদফতরকে। বনদফতরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে নিরাপদে উদ্ধার করেন।
advertisement
advertisement
কৃষক কীর্তন মাহাতো বলেন, “হঠাৎ ক্ষেতে আসতেই সাপটিকে দেখতে পেয়ে কিছুটা হলেও আতঙ্কিত হয়েছিলাম। পরে গ্রামবাসীদের খবর দিতেই গ্রামবাসীরা এসে সাপটিকে বস্তার মধ্যে বন্দি করে খবর দেয় পুলিশ ও বনদফতরকে। তারপরই বনদফতরকে কর্মীরা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যান।”
advertisement
বনদফতর সূত্রে জানা গিয়েছে, “উদ্ধার হওয়া ময়াল সাপটির দৈর্ঘ্য প্রায় ৯ ফুট এবং ওজন আনুমানিক ২০ কেজি।” বনদফতরের কর্মকর্তারা আরও জানান, “সাপটিকে চিকিৎসা ও পর্যবেক্ষণের পর নিরাপদ কোনও জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।” বনদফতরের কর্মীরা মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর পরামর্শ দিয়েছে, যেন এই ধরনের বন্যপ্রাণী দেখলে নিজেরা ঝুঁকি না নিয়ে দ্রুত বনবিভাগকে খবর দেয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 11, 2025 5:12 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: ধান কাটতে গিয়েই শিউরে উঠলেন কৃষক! ঘাসের মধ্যে লুকিয়ে আস্ত ময়াল সাপ
