Purulia News: ধান কাটতে গিয়েই শিউরে উঠলেন কৃষক! ঘাসের মধ্যে লুকিয়ে আস্ত ময়াল সাপ

Last Updated:

ধান কাটতে গিয়েই কৃষকের চক্ষু চড়ক গাছ, জমির মধ্যেই লুকিয়ে আস্ত ময়াল সাপ। পুরুলিয়ার সাঁওতালডিহি থানার ডুমুরডিহা গ্রামের এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য । 

+
ধান

ধান খেতে লুকিয়ে ময়াল

পুরুলিয়া, শান্তনু দাস: ধান কাটতে গিয়েই কৃষকের চক্ষু চড়ক গাছ, জমির মধ্যেই লুকিয়ে আস্ত ময়াল সাপ। পুরুলিয়া জেলার সাঁওতালডিহি থানার ডুমুরডিহা গ্রামের এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। জানা যায়, গ্রামের কৃষক কীর্তন মাহাতো তার ধানের জমিতে ধান কাটতে গিয়েই সে ময়াল সাপটিকে হঠাৎ দেখতে পায় জমির মধ্যে।
খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসীরা সাপটিকে দেখতে ভিড় জমান। তারপরই এলাকাবাসীরা সাহসিকতার সঙ্গে সাপটিকে একটি বস্তার মধ্যে বন্দি করে খবর দেয় সাঁওতালডিহি থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে এসে খবর দেয় বনদফতরকে। বনদফতরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে নিরাপদে উদ্ধার করেন।
advertisement
advertisement
কৃষক কীর্তন মাহাতো বলেন, “হঠাৎ ক্ষেতে আসতেই সাপটিকে দেখতে পেয়ে কিছুটা হলেও আতঙ্কিত হয়েছিলাম। পরে গ্রামবাসীদের খবর দিতেই গ্রামবাসীরা এসে সাপটিকে বস্তার মধ্যে বন্দি করে খবর দেয় পুলিশ ও বনদফতরকে। তারপরই বনদফতরকে কর্মীরা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যান।”
advertisement
বনদফতর সূত্রে জানা গিয়েছে, “উদ্ধার হওয়া ময়াল সাপটির দৈর্ঘ্য প্রায় ৯ ফুট এবং ওজন আনুমানিক ২০ কেজি।” বনদফতরের কর্মকর্তারা আরও জানান, “সাপটিকে চিকিৎসা ও পর্যবেক্ষণের পর নিরাপদ কোনও জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।” বনদফতরের কর্মীরা মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর পরামর্শ দিয়েছে, যেন এই ধরনের বন্যপ্রাণী দেখলে নিজেরা ঝুঁকি না নিয়ে দ্রুত বনবিভাগকে খবর দেয়।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: ধান কাটতে গিয়েই শিউরে উঠলেন কৃষক! ঘাসের মধ্যে লুকিয়ে আস্ত ময়াল সাপ
Next Article
advertisement
SSKM নিয়ে বিরাট পরিকল্পনা মমতার! 'অন্ধকারে অনেক বদমাশ যেমন গাছতলায় বসে থাকে'... ব্যবস্থা নেওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রীর
SSKM নিয়ে বিরাট পরিকল্পনা মমতার! অন্ধকারে বিপদের আশঙ্কা ঘুচবে, আশ্বাস মুখ্যমন্ত্রীর
  • মমতা বন্দ্যোপাধ্যায় SSKM হাসপাতালের নিরাপত্তা ও পরিষেবা উন্নতির আশ্বাস দিয়েছেন.

  • নতুন ভ্রাম্যমাণ স্বাস্থ্য ক্লিনিক প্রকল্পের উদ্বোধন করলেন মমতা, বিনামূল্যে চিকিৎসা পাবেন মানুষ.

  • SSKM-এ অরগ্যান ব্যাঙ্ক স্থাপনের পরিকল্পনা, ভবিষ্যতে হার্ট ও কিডনির ব্যাঙ্কও হবে.

VIEW MORE
advertisement
advertisement