কালীপুজোয় দারুণ চাহিদা, বাড়তি আয়ের আশা! নপাড়ায় জোরকদমে চলছে 'এই' জিনিস তৈরির কাজ
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Shantonu Das
Last Updated:
কালীপুজো মানেই আলো, ধোঁয়া আর ভক্তির আবেশে ভরা এক উৎসব। আর এই উৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ উপকরণ এই জিনিসটি
পুরুলিয়া, শান্তনু দাস: কালীপুজো মানেই আলো, ধোঁয়া আর ভক্তির আবেশে ভরা এক উৎসব। আর এই উৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ উপকরণ হল মাটির ‘ধুনুচি’, যা পুজোর সময় পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে। ধুনুচির উপস্থিতি ছাড়া কালীপুজো সম্পূর্ণ হয় না, পুজোর মরশুমে এর চাহিদা থাকে আকাশছোঁয়া। তাই এখন পুরুলিয়ার মৃৎশিল্পীদের ঘরে ঘরে চলছে ধুনুচি গড়ার তোড়জোড়। দক্ষ হাতের ছোঁয়ায়, শ্রম আর শিল্পের নিখুঁত মেলবন্ধনে একের পর এক তৈরি হচ্ছে সুন্দর ধুনুচি।
চাকা ঘুরিয়ে নরম মাটি দিয়ে যত্ন সহকারে তৈরি করা হচ্ছে ধুনুচির আকৃতি। তারপর সেগুলো শুকিয়ে, আগুনে পুড়িয়ে আরও মজবুত করা হচ্ছে। সবশেষে রঙ ও তুলির ছোঁয়ায় সেগুলো সাজানো হচ্ছে নতুন, আকর্ষণীয় সাজে। পুজোর সময় যার আলো, ধোঁয়া আর ছন্দে পুজোমণ্ডপ ভরে উঠবে ভক্তির আবেশে।
advertisement
advertisement
পুরুলিয়ার কাশীপুরের নপাড়া গ্রামের কুম্ভকার পাড়ায় এখন মৃৎ শিল্পীদের ব্যস্ততা তুঙ্গে। গ্রামের বেশিরভাগ বাড়িতেই মাটির প্রদীপের পাশাপাশি ধুনুচি তৈরিও চলছে জোর কদমে। মৃৎশিল্পী রঞ্জিত কুম্ভকার, শ্রীমতি কুম্ভকার জানান, “কালীপুজোর সময় বাজারে ধুনুচির চাহিদা বাড়ে ঠিকই কিন্তু সেইভাবে লাভ পাওয়া যায় না। একটা ধনুচি বানাতে যে হারে পরিশ্রম করতে হয় সেই হারে পারিশ্রমিক পাওয়া যায় না। অন্যদিকে মাটির ধুনুচির পরিবর্তে অনেকেই এখন পিতলের ধুনুচি কিনে নিচ্ছেন। যার ফলে মাটির ধুনুচির চাহিদাও আগের মতো আর বাজারে নেই।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
যদিও পুরুলিয়ার মৃৎশিল্পীদের হাতে তৈরি মাটির ধুনুচি এখনও পুজোর মণ্ডপে এক নতুন রূপে পৌঁছয়। যেখানে তার আলো-ধোঁয়া আর ছন্দ মণ্ডপকে ভরিয়ে তোলে ভক্তির এক আলাদা আবহে। এই ধুনুচির মাধ্যমেই যেন পূর্ণতা পায় কালীপুজোর পূর্ণাঙ্গ ধর্মীয় অনুভূতি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Puruliya (Purulia),Puruliya,West Bengal
First Published :
October 11, 2025 8:26 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কালীপুজোয় দারুণ চাহিদা, বাড়তি আয়ের আশা! নপাড়ায় জোরকদমে চলছে 'এই' জিনিস তৈরির কাজ