কালীপুজোয় দারুণ চাহিদা, বাড়তি আয়ের আশা! নপাড়ায় জোরকদমে চলছে 'এই' জিনিস তৈরির কাজ

Last Updated:

কালীপুজো মানেই আলো, ধোঁয়া আর ভক্তির আবেশে ভরা এক উৎসব। আর এই উৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ উপকরণ এই জিনিসটি

+
কালীপুজোর

কালীপুজোর আবহে ধুনুচি তৈরি

পুরুলিয়া, শান্তনু দাস: কালীপুজো মানেই আলো, ধোঁয়া আর ভক্তির আবেশে ভরা এক উৎসব। আর এই উৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ উপকরণ হল মাটির ‘ধুনুচি’, যা পুজোর সময় পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে। ধুনুচির উপস্থিতি ছাড়া কালীপুজো সম্পূর্ণ হয় না, পুজোর মরশুমে এর চাহিদা থাকে আকাশছোঁয়া। তাই এখন পুরুলিয়ার মৃৎশিল্পীদের ঘরে ঘরে চলছে ধুনুচি গড়ার তোড়জোড়। দক্ষ হাতের ছোঁয়ায়, শ্রম আর শিল্পের নিখুঁত মেলবন্ধনে একের পর এক তৈরি হচ্ছে সুন্দর ধুনুচি।
চাকা ঘুরিয়ে নরম মাটি দিয়ে যত্ন সহকারে তৈরি করা হচ্ছে ধুনুচির আকৃতি। তারপর সেগুলো শুকিয়ে, আগুনে পুড়িয়ে আরও মজবুত করা হচ্ছে। সবশেষে রঙ ও তুলির ছোঁয়ায় সেগুলো সাজানো হচ্ছে নতুন, আকর্ষণীয় সাজে। পুজোর সময় যার আলো, ধোঁয়া আর ছন্দে পুজোমণ্ডপ ভরে উঠবে ভক্তির আবেশে।
advertisement
advertisement
পুরুলিয়ার কাশীপুরের নপাড়া গ্রামের কুম্ভকার পাড়ায় এখন মৃৎ শিল্পীদের ব্যস্ততা তুঙ্গে। গ্রামের বেশিরভাগ বাড়িতেই মাটির প্রদীপের পাশাপাশি ধুনুচি তৈরিও চলছে জোর কদমে। মৃৎশিল্পী রঞ্জিত কুম্ভকার, শ্রীমতি কুম্ভকার জানান, “কালীপুজোর সময় বাজারে ধুনুচির চাহিদা বাড়ে ঠিকই কিন্তু সেইভাবে লাভ পাওয়া যায় না। একটা ধনুচি বানাতে যে হারে পরিশ্রম করতে হয় সেই হারে পারিশ্রমিক পাওয়া যায় না। অন্যদিকে মাটির ধুনুচির পরিবর্তে অনেকেই এখন পিতলের ধুনুচি কিনে নিচ্ছেন। যার ফলে মাটির ধুনুচির চাহিদাও আগের মতো আর বাজারে নেই।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
যদিও পুরুলিয়ার মৃৎশিল্পীদের হাতে তৈরি মাটির ধুনুচি এখনও পুজোর মণ্ডপে এক নতুন রূপে পৌঁছয়। যেখানে তার আলো-ধোঁয়া আর ছন্দ মণ্ডপকে ভরিয়ে তোলে ভক্তির এক আলাদা আবহে। এই ধুনুচির মাধ্যমেই যেন পূর্ণতা পায় কালীপুজোর পূর্ণাঙ্গ ধর্মীয় অনুভূতি।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কালীপুজোয় দারুণ চাহিদা, বাড়তি আয়ের আশা! নপাড়ায় জোরকদমে চলছে 'এই' জিনিস তৈরির কাজ
Next Article
advertisement
Purba Bardhaman News: 'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যের পর তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যে তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
  • এবার 'ছায়া' শত্রুর নাম সামনে আনলেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূলে কংগ্রেসের  সভাপতি  রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। বর্ধমানে দলের বিজয়া সম্মেলনে তিনি বলেছিলেন, 'এখন লড়াই বাম আমলের থেকেও কঠিন। এখন ছায়ার সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে।'

VIEW MORE
advertisement
advertisement