হাতে ব্যানার, পোস্টার! পুরুলিয়া জুড়ে 'কালা দিবস' মিছিল, কেন পালিত হল এই দিন?
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
Purulia News: ব্যানার, পোস্টার হাতে নিয়ে পুরুলিয়া শহর জুড়ে কালা দিবস মিছিল করা হয়
পুরুলিয়া, ইন্দ্রজিৎ মণ্ডলঃ কুড়মি জাতিকে ST সম্প্রদায় থেকে বঞ্চিত করার প্রতিবাদ। পুরুলিয়ায় কালা দিবস পালন করা হল। এদিন শহর জুড়ে মিছিল করা হয়। কালা দিবস পালন করেছে পূর্বাঞ্চল আদিবাসী কুড়মি সমাজ।
অভিযোগ, ১৯৫০ সালের ৬ সেপ্টেম্বর তৎকালীন কেন্দ্রীয় সরকার কুড়মি সম্প্রদায়কে ST তালিকায় অন্তর্ভুক্তি থেকে বাদ দেয়। সেই ঘটনার প্রতিবাদে আজ, ৬ সেপ্টেম্বর কালা দিবস হিসেবে পালন করা হল। পূর্বাঞ্চল আদিবাসী কুড়মি সমাজ এই কর্মসূচি পালন করে।
আরও পড়ুনঃ বিধায়কের উদ্যোগে ফের সরকারি বাস! এবার কম খরচেই ডেবরা টু ধর্মতলা, কোথা থেকে ছাড়বে?
শনিবার কেন্দ্রীয় সরকারের বঞ্চনার অভিযোগ তুলে ব্যানার, পোস্টার হাতে নিয়ে কালা দিবস মিছিল করা হয়। পুরুলিয়া শহর জুড়ে এই মিছিল করেন তাঁরা। কুড়মিদের পুনরায় ST তালিকাভুক্ত করার দাবিতে এদিন জেলা পুলিশ সুপারের অফিসের বাইরে বিক্ষোভ দেখানো হয়।
advertisement
advertisement
১৯৫০ সালে আজকের দিনেই কুড়মি সম্প্রদায়কে ST তালিকায় অন্তর্ভুক্তি থেকে বাদ দেওয়া হয়েছিল বলে অভিযোগ। এরপর কেটে গিয়েছে প্রায় সাড়ে সাত দশক। আজ ফের এক ৬ সেপ্টেম্বরে কালা দিবস পালন করল পূর্বাঞ্চল আদিবাসী কুড়মি সমাজ। পুরুলিয়া শহর জুড়ে এদিন কালা দিবস মিছিল করেন তাঁরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 06, 2025 8:09 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
হাতে ব্যানার, পোস্টার! পুরুলিয়া জুড়ে 'কালা দিবস' মিছিল, কেন পালিত হল এই দিন?