বিধায়কের উদ্যোগে ফের সরকারি বাস! এবার কম খরচেই ডেবরা টু ধর্মতলা, কোথা থেকে ছাড়বে?

Last Updated:

কয়েকদিন আগেই ডেবরার টাবাগেড়িয়া থেকে ধর্মতলা যাওয়ার বাসের উদ্বোধন করেছেন বিধায়ক, এবার চালু হল আরও একটি বাস

উদ্বোধন করলেন ডেবরার বিধায়ক ডঃ হুমায়ুন কবীর
উদ্বোধন করলেন ডেবরার বিধায়ক ডঃ হুমায়ুন কবীর
ডেবরা, পশ্চিম মেদিনীপুর, দিগ্বিজয় মাহালিঃ বিধায়ক ডঃ হুমায়ুন কবীরের উদ্যোগে ফের সরকারি বাস পেল ডেবরা। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৭ নম্বর মলিঘাটি অঞ্চলের ত্রিলোচনপুর বাসস্ট্যান্ড থেকে ধর্মতলা অবধি যাওয়ার SBSTC বাসের উদ্বোধন করেন ডেবরার বিধায়ক। এই উদ্যোগে খুশি স্থানীয়রা।
দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সরকারি বাস পরিষেবার দাবি ছিল। সেই দাবি পূরণ করলেন বিধায়ক। এবার সরকারি বাসের পরিষেবা পাবেন গ্রামবাসী। বিশেষত ৭ নং মলিঘাটি অঞ্চল, ৮ নং গোলগ্রাম অঞ্চল, ৯ নং ষাঁড়পুর লোয়াদা গ্রাম পঞ্চায়েতের মানুষ সরকারি এই বাসেই কম খরচে ত্রিলোচনপুর থেকে কলকাতার ধর্মতলা অবধি যাতায়াত করতে পারবেন।
আরও পড়ুনঃ রাত পোহালেই SSC পরীক্ষা! কী কী নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢোকা যাবে না? নিরাপত্তার খাতিরে একগুচ্ছ ব্যবস্থা
এই পরিষেবা চালু হওয়ায় খুশি এলাকার মানুষজন। বিধায়ককে ধন্যবাদ জানিয়েছে তাঁরা। এদিন ফিতে কেটে সবুজ পতাকা দেখিয়ে সরকারি বাসের উদ্বোধন করেন ডেবরার বিধায়ক ডঃ হুমায়ুন কবীর। এছাড়া উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ পরিবহণ দফতরের আধিকারিক, সুভাষ চট্টোপাধ্যায়, উজ্জ্বল ব্যানার্জি, ডেবরা ব্লকের পূর্ত কর্মাধ্যক্ষ সীতেশ ধাড়া, এলাকার ৩ প্রধান, পঞ্চায়েত সমিতির ২ কর্মাধ্যক্ষ মৌসুমী মন্ডল ও সাবির আলী সহ এলাকার নেতৃত্ব থেকে সাধারণ মানুষ।
advertisement
advertisement
জানা যাচ্ছে, সোমবার থেকে নির্দিষ্ট সময় নির্ধারণ করে বাস চলবে। কয়েকদিন আগেই ডেবরার টাবাগেড়িয়া থেকে ধর্মতলা যাওয়ার বাসের উদ্বোধন করেছেন বিধায়ক। সাড়াও মিলেছে ভাল। এবার আরও একটি বাস। কয়েকদিনের ব্যবধানে দু’টি সরকারি বাস পেল ডেবরাবাসী।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বিধায়কের উদ্যোগে ফের সরকারি বাস! এবার কম খরচেই ডেবরা টু ধর্মতলা, কোথা থেকে ছাড়বে?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement