Purulia News : মাঘেই পলাশে লাল পুরুলিয়া! দোসর হলদু কুঁড়িও! কেন আসছে আগাম 'বসন্ত'? বিশেষজ্ঞ বলে দিলেন বড় কারণ

Last Updated:

Purulia News: ফেব্রুয়ারি পড়তে না পড়তেই একেবারেই পলাশময় হয়ে উঠেছে চারিদিক। ভ্যালেন্টাইন্স ডের পূর্বেই ভালোবাসার আগুন ঝরাচ্ছে পলাশ, তার উপর প্রকৃতির রং-বদল মনে যেন দোলা দিয়ে যাচ্ছে।

মাঘেই লালে লাল পুরুলিয়া? কেন এই আগাম 'বসন্ত'?
মাঘেই লালে লাল পুরুলিয়া? কেন এই আগাম 'বসন্ত'?
পুরুলিয়া: পুরোপুরি শীত বিদায়ের আগেই আভাস মিলছে পলাশের আগমনের। এখনও বেশ কিছুটা সময় বাকি মাঘের বিদায়ের কিন্তু তার আগেই রাঙ্গামাটির জেলা পুরুলিয়াতে পলাশের কুঁড়ি ফুটতে শুরু করেছে। ফেব্রুয়ারি পড়তে না পড়তেই একেবারেই পলাশময় হয়ে উঠেছে চারিদিক। ভ্যালেন্টাইন্স ডের পূর্বেই ভালোবাসার আগুন ঝরাচ্ছে পলাশ, তার উপর প্রকৃতির রং-বদল মনে যেন দোলা দিয়ে যাচ্ছে।
এই সময়টা পুরোপুরি পলাশের মরশুম নয় কিন্তু তার আগেই পলাশ গাছে কুঁড়ি ফুটতে শুরু করেছে। বিগত দু-তিন বছরে জানুয়ারির মাঝামাঝি সময় থেকেই পলাশ গাছে কুঁড়ি দেখা গিয়েছে। এই অসময়ে পলাশের কুঁড়ি দেখা যাওয়ার প্রধান কারণ জলবায়ুর পরিবর্তন বলে মনে করছেন বনাধিকারিক থেকে উদ্ভিদ বিশেষজ্ঞরা। একদিকে যেমন উষ্ণতা, শুষ্কতা, তেমনই অনিয়মিত বৃষ্টিপাত, মাটিতে জলের পরিমাণ কমে যাচ্ছে। তাই ক্যালেন্ডারে বসন্ত না এলেও লাল পলাশে পুরুলিয়ার প্রকৃতিতে বসন্ত যেন চলে এসেছে মাঘেই।
advertisement
advertisement
উচ্ছ্বসিত এই জেলার প্রকৃতিপ্রেমীরা। ইতিমধ্যেই মাঘের পলাশের ছবি নেট মাধ্যমে ভাইরাল। আর সেই ছবি দেখেই বসন্তে পলাশের টানে ট্যুর প্ল্যান সাজাতে শুরু করেছে ভ্রমণপিপাসুরা।এ বিষয়ে অযোধ্যা পাহাড়ে একটি চার তারা রিসর্টের জেনারেল ম্যানেজার সুদীপ্ত কুমার বলেন, প্রতিবছরই পলাশ দেখতে অযোধ্যা পাহাড়ে বহু পর্যটক ভিড় জমান। বিশেষ করে দোলের সময়ে পলাশের ভিড় অনেকটাই বেশি থাকে। এ-বছর বেশ খানিকটা আগে থেকেই পলাশ ফুটতে শুরু করেছে। এই লাল পলাশের টানে বিদেশি পর্যটকরাও পুরুলিয়ায় আসেন। ভ্রমণ পিপাসুদের গতে বাধা বসন্তের টুর প্লানে বোলপুর- শান্তিনিকেতনের রুট বদলে লালমাটি জেলা পুরুলিয়া সংযোজন হয়েছে। ও শীতের মরশুমের মতোই পলাশের মরসুমেও সরকারি বেসরকারি রিসর্ট, অতিথি আবাস, হোটেল, লজ, কটেজ সমস্ত হাউসফুল হয়ে যায়।
advertisement
এ বিষয়ে পুরুলিয়ার সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান সুব্রত রাহা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বেশ কিছু জায়গায় পলাশ ফুল ফুটতে শুরু করেছে। মূলত আবহাওয়ার তাপমাত্রার বৃদ্ধির কারণেই এই দৃশ্য চোখে পড়ছে। যে অঞ্চলগুলো শুষ্ক, যেখানে মাটিতে জলের পরিমাণ কম, সেখানেই আগেভাগে পলাশ দেখা মিলছে। এ বিষয়ে কংসাবতী দক্ষিণ বিভাগের ডিএফও অসিতাভ চট্টোপাধ্যায় বলেন, বেশ কয়েক বছর ধরেই পুরুলিয়ায় ভরা শীতেই পলাশের দেখা মিলছে। জলবায়ু পরিবর্তনের কারণেই এই দৃশ্য দেখা যাচ্ছে বলে মনে করা হচ্ছে।
advertisement
পুরুলিয়ার পর্যটনের অন্যতম অঙ্গ পলাশ। তাই পলাশের মরশুমের পূর্বেই ট্যুর প্ল্যান শুরু হয়ে যায় ভ্রমণপিপাসু মানুষদের। এমন আগুন ঝরানো পলাশের দেখা যেন পশ্চিমবঙ্গের আর কোথাওই সেভাবে মেলে না। তাই বহু পর্যটকের ভিড় জমে অযোধ্যা পাহাড়ে। লাল পলাশের পাশাপাশি গত বছর থেকে পুরুলিয়ার পলাশের সংযোজনের জুড়েছে হলুদ পলাশ। ‌ আর তাতেই যেন পলাশের টান আরও বেড়েছে পর্যটকদের। ‌
advertisement
শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News : মাঘেই পলাশে লাল পুরুলিয়া! দোসর হলদু কুঁড়িও! কেন আসছে আগাম 'বসন্ত'? বিশেষজ্ঞ বলে দিলেন বড় কারণ
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement