Purulia News: ঐতিহ্য হারাচ্ছে ঝালদার মা-মাটি উদ্যান, পার্ক সংস্কারে দেড় কোটি টাকার প্রস্তাব দিল পুরসভা
- Reported by:Sarmistha Banerjee Bairagi
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
Purulia News: ২০২১ সালে ১ কোটি ৩০ লক্ষ টাকা ব্যয়ে তৈরি করা হয়েছিল ঝালদার মা মাটি উদ্যান। এখন সংস্কারের অভাবে হারাচ্ছে ঐতিহ্য। বড় পদক্ষেপ পুরসভার।
ঝালদা, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি : লাল মাটির জেলা পুরুলিয়া। এই জেলায় রয়েছে বহু পর্যটন কেন্দ্র। জেলার গুরুত্বপূর্ণ মহকুমা ঝালদা। আর সেখানেই রয়েছে মা-মাটি-উদ্যান তথা ঝালদা পার্ক। ঝালদাবাসীর বহু দিনের ইচ্ছা ছিল ঝালদায় একটি পার্ক তৈরি হোক। ২০২১ সালে পুরুলিয়া পৌরসভার গ্রিন সিটি প্রকল্পের আওতায় ১ কোটি ৩০ লক্ষ টাকা ব্যয়ে এই পার্ক তৈরি করা হয়েছিল। ঝালদাবাসীর আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল এই পার্ক। বহু মানুষ প্রতিদিন এই পার্কে আসেন।
ছোট ছোট শিশুরা খেলাধুলা করে এই পার্কে। তবে দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ঐতিহ্য হারাচ্ছে ঝালদার এই ‘মা মাটি’ উদ্যান তথা ঝালদা পার্ক। এ বিষয়ে ঝালদা শহরের এক বাসিন্দা শুভেন্দু পাত্র বলেন, বাচ্চাদের বিনোদনের জন্য এখন সেভাবে কিছু নেই। বাচ্চারা খেলাধুলা করতে প্রায় ভুলেই যাচ্ছে। সেখানে এই পার্ক বাচ্চাদের আকর্ষণের একটি অংশ।
advertisement
আরও পড়ুন : ট্রাই সাইকেলে রুজি রোজগার! ৬ জনের সংসার চালাতে প্রাণ ওষ্ঠাগত, সরকারি সাহায্যের আশায় পুরুলিয়ার ধীরেন
advertisement
কিন্তু ধীরে ধীরে এই পার্ক নিজের ঐতিহ্য হারিয়ে ফেলছে। তাই যদি এই পার্ক আবার নতুন করে সংস্কার করা হয় তাহলে বাচ্চারা এখানে খেলাধুলা করতে পারবে। মানুষের সমাগমও আরও বাড়বে। এ বিষয়ে ঝালদা পৌরসভার পুরপ্রধান সুরেশ আগারওয়াল বলেন, এক কোটি ৩০ লক্ষ টাকা খরচে এই পার্ক তৈরি করা হয়েছিল। বাচ্চারাও এই পার্কে ভীষণ আনন্দ করত। সকলেরই পছন্দের এই পার্ক।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে এই পার্কের সৌন্দর্য কমতে শুরু করেছে। আবার নতুন করে গ্রিন সিটি প্রকল্পের আয়তায় এই পার্কের বিউটিফিকেশনের জন্য এক কোটি ৫০ লক্ষ টাকার প্রস্তাব পাঠানো হয়েছে। এই টাকা বরাদ্দ হলেই নতুন করে ঝালদা পার্ক সংস্কার করা হবে। এই পার্ক ঝালদাবাসীদের কাছে খুবই পছন্দের একটি জায়গা। বাচ্চাদের খেলাধুলা হোক কিংবা, পরিবারকে সঙ্গে নিয়ে বেড়াতে অনেকেই এই পার্কে আসেন। এই পার্ককে সুন্দর করে সাজালে আবারও এই পার্কের ঐতিহ্য ফিরে আসবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Puruliya (Purulia),Puruliya,West Bengal
First Published :
Dec 02, 2025 3:13 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: ঐতিহ্য হারাচ্ছে ঝালদার মা-মাটি উদ্যান, পার্ক সংস্কারে দেড় কোটি টাকার প্রস্তাব দিল পুরসভা









