Purulia News : ১১৩ তম বর্ষে পদার্পণ করল মনি বাইয়ের রথযাত্রা, প্রস্তুতি তুঙ্গে!
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Purulia News: পুরুলিয়া শহরের চকবাজারের দত্ত পরিবারের রথ যাত্রা খুবই জনপ্রিয়। ১২১২ সাল থেকে এই রথযাত্রার সূচনা হয়। ১১৩ বছরে পদার্পণ করল এবছরের এই রথযাত্রা।
পুরুলিয়া: বাঙালির অন্যান্য উৎসবের মধ্যে রথযাত্রা অন্যতম। এই উৎসবকে কেন্দ্র করে মেতে ওঠে আপামর বঙ্গবাসী। গোটা বঙ্গের বিভিন্ন জায়গায় রথযাত্রা উপলক্ষে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা পুরুলিয়াও তার মধ্যে ব্যতিক্রম নয়। পুরুলিয়া শহরের চকবাজারের দত্ত পরিবারের রথ যাত্রা খুবই জনপ্রিয়। ১২১২ সাল থেকে এই রথযাত্রার সূচনা হয়। ১১৩ বছরে পদার্পণ করল এবছরের এই রথযাত্রা।
আরও পড়ুনঃ নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পিছনে ধাক্কা আর একটি বাসের! আহত ২৫ জন চিকিৎসাধীন
বাঁকুড়া জেলার কারিগর আশুতোষ কর্মকারের কারিগরি দক্ষতায় লোহা ও পিতলের সংমিশ্রণে নির্মিত হয়েছিল এই রথটি। এই রথের প্রতিষ্ঠা করেন এক ধর্মপ্রাণা বাইজি মনমোহিনী বৈষ্ণবী তথা মনি বাই। তিনি চকবাজারে প্রথমে প্রতিষ্ঠা করেছিলেন রাধাগোবিন্দ জিউর মন্দির। ওই মন্দিরের রাখা বিগ্রহ রথেরদিন রথের উপর অধিষ্ঠিত হয়। এবং সেই রথ শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। পুরুলিয়া চক বাজারে বাসিন্দা নন্দলাল দত্ত কয়াল পরিবার ১৯২২ সাল থেকে বংশ পরম্পরায় এই মন্দির ও রথের রক্ষণাবেক্ষণের দায়িত্বভার পালন করে আসছেন।
advertisement
এ বিষয়ে দত্ত পরিবারের বর্তমান উত্তরসূরী শচী দুলাল দত্ত জানান, তাঁরা বংশ পরম্পরায় এই রথযাত্রা পালন করে আসছেন এ বছর এই রথযাত্রা ১১৩ তম বর্ষে পদার্পণ করল। প্রতিবছরের মত এ বছরও ধুমধাম এর সঙ্গে রথযাত্রা পালিত হবে। এখন থেকেই রথে রং ও সাজানোর কাজ চলছে। এই রথ তাঁদের কাছে খুবই ঐতিহ্যপূর্ণ।
advertisement
advertisement
মনি বাইয়ের হাতে এই রথের সূচনা হয়েছিল। তারপর থেকে কেটে গিয়েছে এতগুলো বছর। কিন্তু আজও পুরুলিয়ার চকবাজারের এই রথ নিজের ঐতিহ্য ধরে রেখেছে। রথের দিন দূর দূরান্ত থেকে বহু মানুষের সমাগম হয় এই এলাকায়। একপ্রকার মেলার আয়োজন হয়। পুরুলিয়াবাসীর আবেগের সঙ্গে মিশে রয়েছে এই রথযাত্রা।
শর্মিষ্ঠা ব্যানার্জি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 04, 2024 6:21 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News : ১১৩ তম বর্ষে পদার্পণ করল মনি বাইয়ের রথযাত্রা, প্রস্তুতি তুঙ্গে!