Accident: নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পিছনে ধাক্কা আর একটি বাসের! আহত ২৫ জন চিকিৎসাধীন
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Accident: ১৬ নম্বর জাতীয় সড়কের দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা আরও একটি বাসের। ঘটনায় আহত ২০-২৫ জন। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে ডোমজুড় হাসপাতালে।
ডোমজুড়ঃ ১৬ নম্বর জাতীয় সড়কের দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা আরও একটি বাসের। ঘটনায় আহত ২০-২৫ জন। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে ডোমজুড় হাসপাতালে। একটি বেসরকারি সংস্থার মহিলা কর্মীদের নিয়ে কোনা থেকে ধুলাগর যাচ্ছিলো বাসটি। নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা বাসে ধাক্কা মারে।
আরও পড়ুনঃ লরির ধাক্কায় উড়ে গেল বাইক চালক! ভয়ঙ্কর কাণ্ড হাওড়ার রাস্তায়
অপরদিকে, বুধবার বাড়ি ফেরার পথে মর্মান্তিক মৃত্যু হয় এক সিভিক ভলেন্টিয়ারের। গাড়ির চাকায় পিষ্ট হয়ে রিপন গোলদার (২৯) নামে ওই সিভিক ভলেন্টিয়ারের মৃত্যু হয়েছে। এই ঘটনায় রীতিমত উত্তপ্ত হয়ে ওঠে দেগঙ্গা।
advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, থানায় ডিউটি সেরে বাইকে করে বাড়ি ফিরছিলেন ওই সিভিক ভলেন্টিয়ার। বাড়ির কাছেই ১৬ চাকার একটি ট্রাকে পিষে মৃত্যু হয় তাঁর। দেগঙ্গার নুরনগরে এই দুর্ঘটনাটি ঘটেছে। সেখানকারই বাসিন্দা মৃত সিভিক ভলেন্টিয়ার। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বাইক নিয়ে বাড়ির কাছে পৌঁছতেই নুরনগর গ্রাম পঞ্চায়েতের সামনে একটি ১৬ চাকার লরির সামনে পড়ে যান রিপন গোলদার। না থেমে লরিটি তাঁর উপর দিয়ে চলে যায়। লরির চাকার তলায় পিষ্ট হয়ে মৃত্যু হয় রিপন মণ্ডলের। এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে নুরনগর এলাকা। বাঁশের ব্যারিকেড তৈরি করে পথ অবরোধ করেন গ্ৰামবাসীর।
advertisement
Debasish Chakraborty
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 04, 2024 11:10 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Accident: নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পিছনে ধাক্কা আর একটি বাসের! আহত ২৫ জন চিকিৎসাধীন