Purulia News: মানভূম গবেষণায় বড় ধাক্কা, দীর্ঘ রোগভাগের পর প্রয়াত গবেষক দিলীপ কুমার গোস্বামী!
- Reported by:Shantonu Das
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
Purulia News: পুরুলিয়া জেলার সংস্কৃতি জগতে নক্ষত্র পতন। প্রয়াত হলেন মানভূমের প্রখ্যাত গবেষক, সাহিত্যিক দিলীপ কুমার গোস্বামী।
পুরুলিয়া, শান্তনু দাস: পুরুলিয়া জেলার সংস্কৃতি জগতে নক্ষত্র পতন। প্রয়াত হলেন মানভূমের প্রখ্যাত গবেষক, সাহিত্যিক ও সংস্কৃতি পৃষ্ঠপোষক দিলীপ কুমার গোস্বামী। প্রায় ৭২ বছর বয়সে দীর্ঘ শারীরিক অসুস্থতার পর তিনি চিরনিদ্রায় শায়িত হলেন। দিলীপ কুমার গোস্বামী ছিলেন পুরুলিয়ার ইতিহাস ও সংস্কৃতির জীবন্ত ধারক ও বাহক। তাঁর সাহিত্যকর্ম পুরুলিয়ার ঐতিহ্য সংরক্ষণ ও প্রসারে বিশেষ অবদান রেখেছে। তিনি বিশেষভাবে পরিচিত ‘মানভূমের ভাষা আন্দোলন’, ‘পুরুলিয়ার বঙ্গভূক্তি’, ‘পুরুলিয়ার মন্দির’, ‘সীমান্ত রাঢ়-এর লোকসংস্কৃতি’, ‘লোকসংস্কৃতির দর্পণে পুরুলিয়া’ প্রভৃতি গ্রন্থের জন্য।
পুরুলিয়ার বিশিষ্ট কবি শান্তিপ্রিয় গুরু, সত্যবান তন্তুবাই বলেন, “পুরুলিয়ার সংস্কৃতি জগতে অপূরণীয় ক্ষতি হল। তাঁর অবদান এই জেলার সাংস্কৃতিক ও সাহিত্যিক জগতকে চিরদিন স্মরণীয় করে রাখবে।” জানা যায়, লোকসংস্কৃতির গবেষক দিলীপ কুমার গোস্বামী ১৯৫৩ সালের ৩১ ডিসেম্বর পুরুলিয়ার কাশীপুরের সুতাবই গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা জ্ঞানেন্দ্রনাথ ও মাতা সর্বমঙ্গলার ঋদ্ধ সন্তান তিনি। গ্রামের পাঠশালা থেকে প্রাথমিক শিক্ষা নেন, পরবর্তীতে সোনাথলী-কালাপাথর উচ্চ বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক এবং রাঁচী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
advertisement
আরও পড়ুন: বড়দিনের আগেই পাহাড়ে জমাটি শীত, দার্জিলিংয়ে তাপমাত্রা ৫ ডিগ্রির নীচে! পর্যটকদের জন্য স্বস্তির বার্তা IMD’র
১৯৭৯ সালে তিনি গড়জয়পুর আর বি বি উচ্চ বিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্যের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন এবং ২০১৩ সালে অবসর গ্রহণ করেন। জেলার সমৃদ্ধ ইতিহাসের প্রতি তাঁর গভীর আগ্রহ তাকে বহু বছরের গবেষণায় নিয়োজিত রেখেছিল। তিনি হরিপদ সাহিত্য মন্দিরের সংগ্রহশালার সঙ্গে প্রায় ১৮ বছর যুক্ত থেকে পুরুলিয়ার অতীত ও ঐতিহ্যের সন্ধান চালিয়েছেন।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তার সম্পাদিত গ্রন্থগুলি হল ‘পঞ্চকোটের ইতিহাস’, ‘মানভূমের ঝুমুর’ ‘পুরুলিয়া জেলার থানাগুলির ইতিহাস’, ‘প্রশ্নোত্তরে মানভূম-পুরুলিয়া’, ‘মানভূমের সাধক ও সাধনস্থল’, প্রবন্ধ কুসুমাঞ্জলি’, ‘মানভূমে সুভাষচন্দ্র’, ‘মানভূমে মাইকেল মধুসূদন’, ‘মানভূমের স্বাধীনতা আন্দোলন’, ‘সীমান্ত রাঢ়ের লোকসংস্কৃতি’। দিলীপ কুমার গোস্বামী শুধুই গবেষক ছিলেন না, তিনি ছিলেন পুরুলিয়ার ইতিহাস ও সংস্কৃতির জীবন্ত অভিধান। তাঁর অবদান এই জেলার সাংস্কৃতিক ও সাহিত্যিক জগতকে চিরদিন স্মরণীয় করে রাখবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Puruliya (Purulia),Puruliya,West Bengal
First Published :
Dec 20, 2025 12:28 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: মানভূম গবেষণায় বড় ধাক্কা, দীর্ঘ রোগভাগের পর প্রয়াত গবেষক দিলীপ কুমার গোস্বামী!








