Purulia News: রাগি অফিসারের ছক ভেঙে মানবিক উদ্যোগ, আড়ষায় বিডিওর টেবিলে চকলেটের বাক্স
- Reported by:Sarmistha Banerjee Bairagi
- hyperlocal
- Published by:Salmali Das
Last Updated:
Purulia News: সরকারি আধিকারিক মানেই গম্ভীর ও রাগি চেহারার মানুষ। তাইতো গ্রামাঞ্চলের সরল সাদাসিদে মানুষগুলো সরকারি দফতরে যেতে অনেক সময়ই দ্বিধাদন্ধে ভোগেন। সরকারি
আড়ষা, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: সরকারি আধিকারিক মানেই গম্ভীর ও রাগি চেহারার মানুষ। তাইতো গ্রামাঞ্চলের সরল সাদাসিদে মানুষগুলো সরকারি দফতরে যেতে অনেক সময়ই দ্বিধাদন্ধে ভোগেন। সরকারি দফতরের সেই চেনা ছক ভেঙে একেবারে মানুষের মনের কাছে পৌঁছে যেতে অভিনব উদ্যোগ নিয়েছেন পুরুলিয়ার আড়ষা ব্লকের বিডিও গোপাল সরকার। যে-কোনও সময়ই মানুষের সমস্যার কথা শুনলে ছুটে যান তিনি। তাঁদের পাশে দাঁড়ান। এলাকার মানুষের মনের মানুষ হয়ে উঠেছেন তিনি।
নিজের ব্লক অফিসের টেবিলের উপর রেখেছেন একটি চকলেটের বাক্স। অনেকেই অবাক হন বিডিও অফিসে গিয়ে চকলেটের এই বাক্স দেখে। যে কেউ বিডিওর কাছে কোনও সমস্যা নিয়ে আসলে তার সেই সমস্যা যেমন ধৈর্য সহকারে তিনি শোনেন, ঠিক তেমন ফিরে যাওয়ার সময় সেই ব্যক্তির হাতে একটি করে চকলেট তুলে দেন তিনি।
advertisement
advertisement
এ বিষয়ে আড়ষা ব্লকের বিডিও গোপাল সরকার বলেন, ব্লক অফিসে মানুষ নিজের সমস্যা নিয়ে আসেন। অনেক সময় তাদের সেই সমস্যা সমাধান হয় আবার অনেকেই মন ভার করে ফিরে যান। সরকারি আধিকারিক মানেই সকলে ভাবেন সেখানে মন খুলে কথা বলা যায় না। কিন্তু তাঁদের হাতে যদি এক টাকার একটি চকলেট তুলে দেওয়া হয় তাহলে তাঁদের সঙ্গে দূরত্ব কিছুটা হলেও কম হয়।
advertisement
মানুষের মনের কাছাকাছি পৌঁছাতে এই উদ্যোগ তাঁর। এ বিষয়ে ব্লক অফিসে আসা মানুষজন বলেন, তাঁরা নিজেদের সমস্যা নিয়ে এই ব্লকে এলে তাঁদের সমস্যা সমাধান হয়। বিডিও ব্যবহারও যথেষ্ট ভাল। সকলের জন্য তিনি যে উদ্যোগ নিয়েছেন তা খুবই ভাল। এলাকার মানুষের মনের মানুষ হয়ে উঠতে এক অভিনব পদক্ষেপ নিয়েছেন আড়ষা ব্লকের বিডিও। তার এই উদ্যোগে খুশি সাধারণ মানুষ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Puruliya (Purulia),Puruliya,West Bengal
First Published :
Jan 12, 2026 8:09 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: রাগি অফিসারের ছক ভেঙে মানবিক উদ্যোগ, আড়ষায় বিডিওর টেবিলে চকলেটের বাক্স







