Purulia News: রাতের অন্ধকারে পাহাড়ের পাদদেশ থেকে উধাও হয়ে যাচ্ছে টন টন মাটি! ভয়ঙ্কর পরিস্থিতি জয়চণ্ডীতে

Last Updated:

Purulia News: জয়চণ্ডী পাহাড়ের পাদদেশে দীর্ঘদিন ধরেই বেআইনি মাটি উত্তোলনের অভিযোগ উঠছিল। অবশেষে সেই সমস্যার স্থায়ী সমাধানে উদ্যোগী হল রঘুনাথপুর এক নং ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দফতর।

পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড়ের পাদদেশ
পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড়ের পাদদেশ
শান্তনু দাস, পুরুলিয়া: পুরুলিয়া জেলার জয়চণ্ডী পাহাড়ের পাদদেশে দীর্ঘদিন ধরেই বেআইনি মাটি উত্তোলনের অভিযোগ উঠছিল। অবশেষে সেই সমস্যার স্থায়ী সমাধানে উদ্যোগী হল রঘুনাথপুর এক নং ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দফতর। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে দফতরের কর্মী ও আধিকারিকরা সম্প্রতি ঘটনাস্থলে পরিদর্শনে গেলে বিপুল পরিমাণে অবৈধ মাটি কাটার চিহ্ন দেখতে পান। জানা যায়, রাতের অন্ধকারে মেশিন লাগিয়ে ট্রাক্টরে করে ধাপে ধাপে মাটি পাচারের কাজ চালিয়ে আসছিল চোরা কারবারিরা। তবে দফতরের কর্মীরা পৌঁছনোর আগেই অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায়।
পরিদর্শনের সময় দফতরের কর্মীরা মাটি কাটার অংশটি সুক্ষ্মভাবে পরীক্ষা করেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন। যদিও কেউই এই অবৈধ কারবার সম্পর্কে নির্দিষ্ট তথ্য দিতে পারেননি। তবুও পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে প্রশাসন এবার কঠোর অবস্থান নিয়েছে। এবার থেকে জয়চণ্ডী পাহাড়ের পাদদেশে অবৈধ মাটি উত্তোলন রুখতে নিয়মিত নজরদারি চালাবে প্রশাসন।
advertisement
advertisement
রঘুনাথপুর শহরের বাসিন্দা শান্তনু চ্যাটার্জী জানান, “পাহাড়ের পাদদেশে অবাধে মাটি উত্তোলন চলছে। দিনের পর দিন লুঠ হচ্ছে প্রাকৃতিক সম্পদ। রাতের অন্ধকারে ও ভোরবেলায় এ কাজ করছে চোরা কারবারিরা।” অন্যদিকে রঘুনাথপুর এক নং ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিক বিক্রম মুখার্জী বলেন, “সমস্যার স্থায়ী সমাধানে জয়চণ্ডী পাহাড়ের পাদদেশে নিয়মিত নজরদারি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেআইনি মাটি উত্তোলন রোধে অতিরিক্ত কর্মী মোতায়েন, টহল বৃদ্ধি এবং সন্দেহজনক কার্যকলাপ দেখলেই দ্রুত ব্যবস্থা নেওয়ার মতো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দফতরের এই সক্রিয় উদ্যোগে এলাকাবাসীরাও স্বস্তি প্রকাশ করেছেন। তাদের আশা, প্রশাসনের কঠোর নজরদারি ও নিয়মিত টহলের ফলে এবার পাহাড়ের পাদদেশে বেআইনি মাটি চুরির পরিমাণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: রাতের অন্ধকারে পাহাড়ের পাদদেশ থেকে উধাও হয়ে যাচ্ছে টন টন মাটি! ভয়ঙ্কর পরিস্থিতি জয়চণ্ডীতে
Next Article
advertisement
ধুরন্ধর নিয়ে এত হইচই, কে ছিলেন রেহমান ডাকাত? মায়ের গলা কেটেছিলেন পাক গ্যাংস্টার, কাটা মাথা দিয়ে ফুটবল খেলতেন !
ধুরন্ধর নিয়ে এত হইচই, কে ছিলেন রেহমান ডাকাত? মায়ের গলা কেটেছিলেন পাক গ্যাংস্টার
  • ধুরন্ধর নিয়ে এত হইচই, কে ছিলেন রেহমান ডাকাত?

  • মায়ের গলা কেটেছিলেন পাক গ্যাংস্টার

  • কাটা মাথা দিয়ে ফুটবল খেলতেন !

VIEW MORE
advertisement
advertisement