Fish Theft: সাহেব বাঁধের মাছ চুরি ঠেকাতে কড়া পুরসভা
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Fish Theft: সাহেব বাঁধের চারিদিকে লাগানো হয়েছে পোস্টার। সেই পোস্টারে লেখা রয়েছে, সাহেব বাঁধ থেকে মাছ চুরি করলে জরিমানা দিতে হবে। বাড়ানো হয়েছে নজরদারি
পুরুলিয়া: রুক্ষ জেলার পুরুলিয়া। এই জেলার গুরুত্বপূর্ণ জলাশয় সাহেব বাঁধ। এই বাঁধের উপর বহু মানুষ নির্ভরশীল। একটা সময় ছিল যখন এই বাঁধের জল পানীয় জল হিসেবে সরবরাহ করা হত। কিন্তু এখন আর এই বাঁধের জল পানীয় হিসাবে ব্যবহার করা যায় না। দীর্ঘদিন কচুরিপানা জমে থাকায় সাহেব বাঁধের জল ব্যবহারের অযোগ্য হয়ে উঠেছে। তবে পুনরায় এই বাঁধকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে চাইছে পুরুলিয়া পুরসভা। আর সেই লক্ষ্যে একের পর এক পদক্ষেপ গ্রহণ করছে পুরুলিয়া।
পুরুলিয়া পুরসভার উদ্যোগের ফলে আগের থেকে অনেকখানি পরিষ্কার হয়েছে সাহেব বাঁধ। ফলে এখানে মাছের সংখ্যা আবার বৃদ্ধি পেয়েছে। তাই অনেকেই লুকিয়ে চুরিয়ে মাছ ধরা শুরু করেছে। এতে ক্ষতির মুখে পড়তে চলেছে দায়িত্বপ্রাপ্ত মাছ উৎপাদক গোষ্ঠী। কারণ তারা এই সাহেব বাঁধের টেন্ডার নিয়েছে। আগামী দিনে মাছের প্রোডাকশন বৃদ্ধি করে কিছুটা লাভের আশায় আছে। কিন্তু যে হারে মাছ চুরি হচ্ছে তাতে সেই আশা পূরণ হওয়া বেশ কঠিন। আর তাই মাছ চুরি রুখতে পদক্ষেপ করেছে পুরুলিয়া পুরসভা।
advertisement
আরও পড়ুন: পাঁশকুড়া ফুল বাজারের হাল ফেরানোর উদ্যোগ
advertisement
সাহেব বাঁধের চারিদিকে লাগানো হয়েছে পোস্টার। সেই পোস্টারে লেখা রয়েছে, সাহেব বাঁধ থেকে মাছ চুরি করলে জরিমানা দিতে হবে। বাড়ানো হয়েছে নজরদারি। এই বিষয়ে পুরুলিয়ার পুরপ্রধান নব্যেন্দু মাহালি বলেন, ফিস প্রোডাকশন গ্রুপ বেশ কিছু পরিকল্পনা নিয়ে সাহেব বাঁধের টেন্ডার নিয়েছে। সেই কারণেই পুরসভা থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বেআইনিভাবে সাহেব বাঁধ থেকে মাছ ধরা যাবে না। তা না হলে জরিমানা দিতে হবে।
advertisement
যাতে সাহেব বাঁধে মাছ চুরি বন্ধ করা যায় সেই কারণেই এই উদ্যোগ নিয়েছে পুরসভা। পুরুলিয়া পুরসভার পক্ষ থেকে সাহেব বাঁধের চারিদিকে লাগানো হয়েছে ব্যানার। সেখানে স্পষ্টভাবে মা চুরির বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এরপরেও যদি মানুষ সচেতন না হয় কড়া পদক্ষেপ গ্রহণ করবে পুরুলিয়া পুরসভা।
শর্মিষ্ঠা ব্যানার্জি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 20, 2024 8:10 PM IST