Purulia News: বর্ষায় অন্য রূপ! জলে ভরেছে ‘মিনি পেহেলগাঁও’, কী দেখতে ভিড় জমাচ্ছেন পর্যটকরা জানেন?
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
আগের রূপ হারিয়েছে পুরুলিয়ার মিনি পেহেলগাঁও, বর্ষায় যেন অনবদ্য রূপে ফুটে উঠছে এই পর্যটন কেন্দ্র!
পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: পর্যটন মানচিত্রে গুরুত্বপূর্ণ জঙ্গলমহল পুরুলিয়া। এই জেলার বিভিন্ন প্রান্তে রয়েছে নানান পর্যটন কেন্দ্র। তাই ভ্রমণ প্রেমীদের পছন্দের ডেসটিনেসনের তালিকায় অনেকটাই জায়গা করে নিয়েছে লালমাটির এই জেলা। পুরুলিয়ার পর্যটনের অন্যতম অংশ অযোধ্যা পাহাড়। আর এই অযোধ্যা পাহাড়ে অফবিট পর্যটনের অংশ হয়ে উঠেছে মিনি পেহেলগাঁও। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়তলির টুরগা জলাধার সকলের কাছে মিনি পেহেলগাঁও হিসেবে পরিচিতি লাভ করেছে।
গ্রীষ্মের দিনে যখন এই জলাধারের জল শুকিয়ে যায় তখন এই জলাধারের রূপ একেবারে অন্যরকম ভাবে ফুটে ওঠে। তবে বর্ষার এই মরশুমে আরও একটি অন্যরূপ ফুটে উঠছে এই জলাধারের। টানা বর্ষণের ফলে জলে পরিপূর্ণ টুরগা ড্যাম তথা পুরুলিয়া মিনি পেহেলগাঁও। বর্ষার জলে ঢেকেছে চারিদিক। তবুও যেন এই প্রাকৃতিক সৌন্দর্য মানুষের মনে দাগ কাটছে। স্থানীয়দের কথায় বর্ষার জলে ডুবেছে পেহেলগাঁও।
advertisement
advertisement
কিন্তু তাতেও পর্যটকদের আনাগোনা মোটামুটি লেগে রয়েছে। তবে আগের তুলনায় পর্যটকদের ভিড় কম রয়েছে। কারণ অনেকেই গ্রীষ্মের মিনি পেহেলগাঁও-এর রূপ উপভোগ করতে এখানে আসছেন। কিন্তু বর্ষাতে সেই রূপ দেখা যাচ্ছে না। ঋতু পরিবর্তনের সঙ্গে, সঙ্গে পুরুলিয়া রূপ পরিবর্তন হয়।
advertisement
তাই গ্রীষ্মের অপরূপ রূপে সেজে থাকা পুরুলিয়ার মিনি পেহেলগাঁও বর্ষায় একেবারে অন্য রূপে সেজে উঠেছে। পর্যটকদের পছন্দের ডেস্টিনেশন পুরুলিয়ার নয়া সংযোজন এই মিনি পেহেলেগাঁও সকলেরই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 14, 2025 4:57 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: বর্ষায় অন্য রূপ! জলে ভরেছে ‘মিনি পেহেলগাঁও’, কী দেখতে ভিড় জমাচ্ছেন পর্যটকরা জানেন?