Purulia News: বর্ষায় অন‍্য রূপ! জলে ভরেছে ‘মিনি পেহেলগাঁও’, কী দেখতে ভিড় জমাচ্ছেন পর্যটকরা জানেন?

Last Updated:

আগের রূপ হারিয়েছে পুরুলিয়ার মিনি পেহেলগাঁও, বর্ষায় যেন অনবদ্য রূপে ফুটে উঠছে এই পর্যটন কেন্দ্র!

+
বর্ষার

বর্ষার মিনি পেহেলগাঁও

পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: পর্যটন মানচিত্রে গুরুত্বপূর্ণ জঙ্গলমহল পুরুলিয়া। ‌এই জেলার বিভিন্ন প্রান্তে রয়েছে নানান পর্যটন কেন্দ্র। তাই ভ্রমণ প্রেমীদের পছন্দের ডেসটিনেসনের তালিকায় অনেকটাই জায়গা করে নিয়েছে লালমাটির এই জেলা। পুরুলিয়ার পর্যটনের অন্যতম অংশ অযোধ্যা পাহাড়। আর এই অযোধ্যা পাহাড়ে অফবিট পর্যটনের অংশ হয়ে উঠেছে মিনি পেহেলগাঁও। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়তলির টুরগা জলাধার সকলের কাছে মিনি পেহেলগাঁও হিসেবে পরিচিতি লাভ করেছে।
গ্রীষ্মের দিনে যখন এই জলাধারের জল শুকিয়ে যায় তখন এই জলাধারের রূপ একেবারে অন্যরকম ভাবে ফুটে ওঠে। তবে বর্ষার এই মরশুমে আরও একটি অন্যরূপ ফুটে উঠছে এই জলাধারের। টানা বর্ষণের ফলে জলে পরিপূর্ণ টুরগা ড্যাম তথা পুরুলিয়া মিনি পেহেলগাঁও। বর্ষার জলে ঢেকেছে চারিদিক। তবুও যেন এই প্রাকৃতিক সৌন্দর্য মানুষের মনে দাগ কাটছে। স্থানীয়দের কথায় বর্ষার জলে ডুবেছে পেহেলগাঁও।
advertisement
advertisement
কিন্তু তাতেও পর্যটকদের আনাগোনা মোটামুটি লেগে রয়েছে। তবে আগের তুলনায় পর্যটকদের ভিড় কম রয়েছে। ‌ কারণ অনেকেই গ্রীষ্মের মিনি পেহেলগাঁও-এর রূপ উপভোগ করতে এখানে আসছেন। কিন্তু বর্ষাতে সেই রূপ দেখা যাচ্ছে না।  ঋতু পরিবর্তনের সঙ্গে, সঙ্গে পুরুলিয়া রূপ পরিবর্তন হয়।
advertisement
তাই গ্রীষ্মের অপরূপ রূপে সেজে থাকা পুরুলিয়ার মিনি পেহেলগাঁও বর্ষায় একেবারে অন্য রূপে সেজে উঠেছে। পর্যটকদের পছন্দের ডেস্টিনেশন পুরুলিয়ার নয়া সংযোজন এই মিনি পেহেলেগাঁও সকলেরই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: বর্ষায় অন‍্য রূপ! জলে ভরেছে ‘মিনি পেহেলগাঁও’, কী দেখতে ভিড় জমাচ্ছেন পর্যটকরা জানেন?
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement