Purulia News: হস্টেলের ছাত্রীদের উপর শারীরিক নির্যাতন, অভিযোগের তির প্রধান শিক্ষকের দিকে
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
হস্টেল ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ, থানা ঘেরাও করে অভিভাবকদের বিক্ষোভ
মানবাজার, পুরুলিয়া, শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায় : হস্টেলের ছাত্রীদের উপর শারীরিক নির্যাতনের ঘটনায় তোলপাড় মানবাজার ২ নং ব্লক। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়ার বোরো থানার বড়গড়িয়া উচ্চমাধ্যমিক বিদ্যালয় এলাকায়। থানা ঘেরাও করে চলে বিক্ষোভ। হস্টেলের ছাত্রীদের উপর শ্লীলতাহানির অভিযোগ ওঠে প্রধান শিক্ষকের বিরুদ্ধে।
অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই বিদ্যালয়ের হস্টেলের ছাত্রীদের উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাচ্ছিল প্রধান শিক্ষক ভাস্কর মাহাতো। কিন্তু ভয়ে ছাত্রীরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে মুখ খোলেনি । হস্টেলের বেশ কয়েকজন ছাত্রী বিগত কয়েকদিন আগেই বাড়ি ফিরে ঘটনার কথা অভিভাবকদের জানায়। তার পরেই অভিভাবকেরা সরব হন। ঘটনার খবর প্রকাশ্যে আসতেই পুলিশের দ্বারস্থ হন অভিভাবকেরা। অভিযুক্তের উপযুক্ত শাস্তির দাবি করেন তারা।
advertisement
অভিভাবক মনিকা শবর বলেন, দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক ভাস্কর মাহাতো ছাত্রীদের উপর শারীরিক অত্যাচার চালাত। এমনকি তাদের হুমকি দেওয়া হত, কাউকে কিছু জানালে স্কুল ও হস্টেল থেকে বার করে দেওয়া হবে। এই ভয়ে এতদিন চুপ ছিল ছাত্রীরা। কিন্তু এবার সত্যি সামনে আসাতে তারা পুলিশের দারস্ত হয়েছেন। অভিযুক্ত প্রধান শিক্ষকের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
advertisement
advertisement
সোমবার সন্ধ্যায় এলাকার স্থানীয় বাসিন্দা ও অভিভাবকেরা তুমুল বিক্ষোভ শুরু করে। ঘটনার খবর পাওয়ার পর মানবাজারের এসডিপিও-সহ মানবাজার মহকুমা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা ঘটনাস্থলে যান। অভিভাবকদের লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 16, 2025 9:16 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: হস্টেলের ছাত্রীদের উপর শারীরিক নির্যাতন, অভিযোগের তির প্রধান শিক্ষকের দিকে