পুজোয় পুরুলিয়া প্ল্যান রয়েছে? জানেন কোন কোন রাস্তা বন্ধ থাকবে? না জানলেই কিন্তু বিপদ!

Last Updated:

সুষ্ঠুভাবে হোক শারদোৎসব , চালু করা হচ্ছে নো এন্ট্রি জোন, জেনে নিন দুর্গাপুজোয় কোন রুটে যান চলাচল হবে!

+
নয়া

নয়া গাইড ম্যাপ জেলা পুরুলিয়া

পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি : শারদ উৎসবের আনন্দে মেতে উঠেছে জঙ্গলমহল। এই উৎসবের যাতে সাধারণ মানুষের সমস্যা না হয় তার গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে পুরুলিয়া জেলা পুলিশ। পুজোর সময় যান চলাচলের উপর রাশ টানতে নয়া গাইড ম্যাপের করে দেওয়া হয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে।‌ জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ষষ্ঠী থেকে কার্নিভাল পর্যন্ত বিকাল ৩-টে থেকে রাত ৩-টে পর্যন্ত পুরুলিয়া শহরের রাস্তা দিয়ে পণ্যবাহী যান চলাচলে বন্ধ থাকবে।
আরও পড়ুন: ষষ্ঠীর সকালে সাংঘাতিক কাণ্ড! জ্যান্ত জ্বলে পুড়ে…!
এদিন পৃথক চারটি শহরের পুজোর গাইড ম্যাপের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে এদিন অনলাইন গাইড ম্যাপেরও উদ্বোধন করা হয়। এছাড়াও দর্শনার্থীদের জন্য একাধিক জায়গায় পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ তৈরি করা হয়েছে। পুজোয় একাধিক রাস্তা ‘নো ভেহিক্যাল রুট’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
advertisement
আরও পড়ুন: দাউদাউ আগুনে পুড়ে ছাই…! দিঘায় ভয়ঙ্কর কাণ্ড! শেষে দমকলের ইঞ্জিন এসে নিয়ন্ত্রণ করে
এ বিষয়ে জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, উৎসব সবার। এই উৎসবে কারুর কোনও সমস্যা যাতে না সে বিষয়ে সকলকেই সচেতন হতে হবে। সকলকেই সুষ্ঠুভাবে উৎসব সম্পন্ন করার বার্তা দেন তিনি। আদালত, সরকার ও জেলা পুলিশের নির্দেশবলী ও বিধিনিষেধ মেনে চলার কথা বলেন তিনি।
advertisement
advertisement
পুজোর সময় যে রাস্তা গুলিতে নো-এন্টি জোন রয়েছে সেই তালিকায় রয়েছে পোস্ট অফিস মোড় থেকে গোশালা, পোস্ট অফিস মোড় থেকে রথতলা, পোস্ট অফিস মোড় থেকে হাটের মোড়, পুরুলিয়া রেল স্টেশন থেকে ভগৎ সিং মোড়, ভিক্টোরিয়া থেকে দুলমি এবং সাধু ডাঙ্গা থেকে রুথতলা পর্যন্ত এলাকা।
মোট ছ’টি রুটে বিধিনিষেধ জারি থাকবে। এছাও মানবাজার ও বান্দোয়ানের দিক থেকে আসা পুরুলিয়া শহরগামী গাড়িগুলি শিমুলিয়া মোড়, বেলগুমা হয়ে ঢুকবে। অষ্টমী ও নবমীতে পুরুলিয়া শহরগামী সমস্ত যাত্রীবাহী গাড়ি বিকাল ৪-টা থেকে রাত ২-টা পর্যন্ত ভাঙ্গড়া, বটতলা থেকে ছররা চার সড়ক, আইমুন্ডি, চাকরা, জজ বাংলো হয়ে শহরে ঢুকবে। পুজোর মরশুমে জেলার মানুষ যাতে সুষ্ঠুভাবে পুজো কাটাতে পারে সেই কারণেই এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে জেলা পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পুজোয় পুরুলিয়া প্ল্যান রয়েছে? জানেন কোন কোন রাস্তা বন্ধ থাকবে? না জানলেই কিন্তু বিপদ!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement