Purulia News: রাজ্য স্তরে প্রতিযোগিতায় পুরুলিয়ার নাম উজ্জ্বল করল টুম্পা দাস, শুনুন তার অভিজ্ঞতার কথা!
- Published by:Sudip Paul
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Purulia News: লোকসংস্কৃতি হোক কিংবা খেলাধুলা। কোনও অংশেই পিছিয়ে নেই জঙ্গলমহলের পুরুলিয়া জেলা। এই জেলার ছেলে-মেয়েরা সবদিক থেকেই এগিয়ে। এবার শরীরচর্চার ক্ষেত্রেও জেলার নাম উজ্জ্বল করল পুরুলিয়ার ভূমিকন্যা টুম্পা দাস।
পুরুলিয়া: লোকসংস্কৃতি হোক কিংবা খেলাধুলা। কোনও অংশেই পিছিয়ে নেই জঙ্গলমহলের পুরুলিয়া জেলা। এই জেলার ছেলে-মেয়েরা সবদিক থেকেই এগিয়ে। এবার শরীরচর্চার ক্ষেত্রেও জেলার নাম উজ্জ্বল করল পুরুলিয়ার ভূমিকন্যা টুম্পা দাস। পুরুলিয়া ডিস্ট্রিক্ট যোগা অ্যাসোসিয়েশনের প্রতিনিধি হয়ে নবম তম নেতাজী সুভাষ স্টেট গেমসে ২০২৫-এ রাজ্য স্তরে যোগাসন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরুলিয়া টুম্পা। ঝালদা শহরের যোগা হেল্থ ফিটনেস সেন্টারে ছাত্রী সে।
গত ৭ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত মালদা টাউন হলে এই প্রতিযোগিতাটি চলে। পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন ও ওয়েস্টবেঙ্গল যোগা অ্যাসোসিয়েশনের পরিচালনায় এই প্রতিযোগিতার আয়োজন হয়েছিল। আর সেখানেই অংশ নিয়েছিলেন টুম্পা দাস। পুরুলিয়া ডিস্ট্রিক্ট যোগা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবাদুল হক হালদার জানান, টুম্পা দাস তাদের কাছেই দীর্ঘদিন অনুশীলন করেছেন। তারপরই গত ৮ এপ্রিল এই প্রতিযোগিতায় সে অংশ নেয়। যোগার মাধ্যমে শারীরিকভাবে সুস্থ থাকা সম্ভব। তাই তিনি অন্যান্যদেরও যোগা শেখার অনুরোধ জানান। তাদের ছাত্রী টুম্পা দাসকে অভিনন্দন জানান তিনি।
advertisement
advertisement
যোগা অনুশীলনের মাধ্যমে সুস্থ থাকা সম্ভব। নিয়মিত যারা যোগা অনুশীলন করেন তারা অনেকখানি শারীরিকভাবে স্ট্রং থাকেন। আর এবারে যোগা প্রতিযোগিতার মধ্যে দিয়ে জেলার নাম উজ্জ্বল করল পুরুলিয়া টুম্পা। এ বিষয়ে টুম্পা দাস জানান, এই প্রতিযোগিতায় অংশ নিতে পেরে তার ভীষণই ভালো লেগেছে। তিনি ওখান থেকে মনোনয়নপত্র পেয়েছেন। আগামী দিনে আরও বড় কিছু করার পরিকল্পনা রয়েছে তার।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 11, 2025 7:57 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: রাজ্য স্তরে প্রতিযোগিতায় পুরুলিয়ার নাম উজ্জ্বল করল টুম্পা দাস, শুনুন তার অভিজ্ঞতার কথা!