কৌন বনেগা...! আপনিও জিততে পারেন লক্ষ লক্ষ টাকা, বিরাট আয়োজন পুরুলিয়ায়

Last Updated:

জনপ্রিয় টেলিভিশন চ্যানেলের একটি বিখ্যাত রিয়ালিটি শোয়ের আদলে পুরুলিয়াতে কেবিএল গেম-শো। রয়েছে বিভিন্ন বিষয়ের উপর ১৫-টি প্রশ্নের তালিকা।

+
কৌন

কৌন বনেগা লাখপতি

পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: ১০০ টাকাতেই হতে পারেন লাখপতি। জনপ্রিয় টেলিভিশন চ্যানেলের একটি বিখ্যাত রিয়ালিটি শোয়ের আদলে পুরুলিয়াতে কেবিএল গেম-শো। রয়েছে বিভিন্ন বিষয়ের উপর ১৫-টি প্রশ্নের তালিকা। সঠিক উত্তর দিতে পারলেই হয়ে যাবেন লাখপতি। একেবারে দু’লক্ষ টাকা জেতার সুযোগ। এখানেও রয়েছে হট সিটে বসার সুযোগ। তবে তফাৎ একটাই। এখানে আপনার বিপরীতে বসবেন না বিখ্যাত রিয়্যালিটি শো-এর অ্যাঙ্কার অমিতাভ বচ্চন। তবে কোনও অংশেই কম নয় পুরুলিয়া এই ‘কৌন বানেগা লাখপতি’ গেম-শো।
পুরুলিয়ার গো রক্ষিণী কমিটির উদ্যোগে বিগত দু’বছর ধরে এই গেম শো-এর আয়োজন হয়ে আসছে। সাধারণ জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধ করতে এবং মানুষকে আনন্দ দিতে এই গেম শো-এর পরিকল্পনা নিয়েছেন তারা। মোট ১৪০ জন নির্বাচিত প্রতিযোগীদের মধ্যে থেকে ৫০ জন বেস্ট প্রতিযোগী প্রথম ধাপে এই খেলায় অংশগ্রহণ করার সুযোগ পেয়েছেন। এই খেলাকে ঘিরে প্রতিযোগীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
advertisement
advertisement
এ বিষয়ে কালচারাল ইভেন্টের সেক্রেটারি রাজেশ সিংহানিয়া বলেন, বিখ্যাত টিভি রিয়ালিটি শো-এর অনুকরণে তারা এই গেম শো-এর আয়োজন করেছেন। মানুষের যথেষ্ট ভাল সাড়া পেয়েছেন তারা। আগামী দিনেও তারা এই ভাবেই গেম-শো করার পরিকল্পনা নিচ্ছেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ বিষয়ে অংশগ্রহণকারী প্রতিযোগিরা বলেন, ভীষণ ভাল লাগছে এই গেম-শোতে অংশগ্রহণ করতে পেরে। তারা কখনও কল্পনাই করেননি এই গেম শো থেকে পুরস্কার পেতে পারেন‌। খুব ভাল অভিজ্ঞতা হয়েছে তাদের। এ বিষয়ে এক প্রতিযোগীর অভিভাবক ড. পঙ্কজ সিংহানিয়া বলেন, শিক্ষামূলক গেম-শো এটি। এতে সাধারণ জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধ হচ্ছে। আগামী দিনে এই ধরনের গেম শো আরও বেশি করে হওয়া উচিত। শুধু প্রতিযোগী নয় দর্শকদের মধ্যেও একেবারে টানটান উত্তেজনা লক্ষ্য করা যায় ‘কৌন বনেগা লাখপতি’ এই গেম শোকে ঘিরে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কৌন বনেগা...! আপনিও জিততে পারেন লক্ষ লক্ষ টাকা, বিরাট আয়োজন পুরুলিয়ায়
Next Article
advertisement
Jemimah Rodrigues: ‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি, স্বপ্নের মতো মনে হচ্ছে...!’ ফাইনালে উঠে আবেগ্রপ্রবণ জেমাইমা
‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি, স্বপ্নের মতো মনে হচ্ছে...!’: জেমাইমা
  • ‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি’

  • স্বপ্নের মতো মনে হচ্ছে...

  • অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠার পর আবেগপ্রবণ জেমাইমা

VIEW MORE
advertisement
advertisement