ইতিহাস পড়াতেন, জেলা পরিষদের সদস্যও! শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে ফাঁসলেন! নাম অযোগ্যদের তালিকায়

Last Updated:

শ্রীগুরু শিক্ষা নিকেতনের ইতিহাসের শিক্ষক ছিলেন তিনি। তার নামই এবার উঠে এসেছে অযোগ্যদের তালিকায়।

পলাশ কুমার বর্মন
পলাশ কুমার বর্মন
পূর্ব মেদিনীপুর, পঙ্কজ দাশ রথী : রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি কেলেঙ্কারিতে উঠে এল এবার এক চমকে দেওয়ার মতো নাম। তালিকায় নাম উঠে এল জেলা পরিষদ সদস্যের। পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সদস্য পলাশ কুমার বর্মনের নাম দেখা গিয়েছে অযোগ্যদের তালিকায়। প্রকাশিত তালিকায় তাঁর নাম রয়েছে সিরিয়াল নম্বর 976-এ।
উল্লেখ্য পলাশ কুমার বর্মনের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ১ ব্লকের মোহাম্মদপুর গ্রামে। তিনি পটাশপুরের একটি বিদ্যালয়ের শিক্ষকতা করতেন। পটাশপুরের কানপুর শ্রীগুরু শিক্ষা নিকেতনের ইতিহাসের শিক্ষক ছিলেন তিনি। তার নামই এবার উঠে এসেছে অযোগ্যদের তালিকায়।
আরও পড়ুন : এমন দৃশ্য দেখেই ‘মাথা খারাপ’! রাতারাতি সাফ হয়ে গেল সেগুন বাগান, অডিও ক্লিপ নিয়ে তরজা
জেলা পরিষদ সদস্যের নাম অযোগ্যদের তালিকায় উঠে আসার পরেই শুরু হয়েছে চর্চা। এমন একজনের নাম অযোগ্যদের তালিকায় থাকার ফলে স্বাভাবিকভাবেই নিয়োগ প্রক্রিয়া প্রসঙ্গে অনেকেই আরও বেশি করে প্রশ্ন তুলছেন।
advertisement
advertisement
আরও পড়ুন : এক পরিবারের দখলে গোটা মাদ্রাসা! ভূতুড়ে শিক্ষক-শিক্ষাকর্মী কাণ্ডে তোলপাড় রামনগর
স্থানীয়দের একাংশের অভিযোগ, যোগ্য প্রার্থীরা চাকরি থেকে বঞ্চিত হয়ে গিয়েছেন, অথচ রাজনৈতিক যোগে চাকরি পেয়েছেন অনেকে। সেই তালিকাতেই জেলা পরিষদ সদস্য পলাশ কুমার বর্মনের নাম উঠে আসায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।
advertisement
আরও পড়ুন : ভাগীরথীতে ইতিহাস! হাড্ডাহাড্ডি লড়াইয়ে হার মানলেন বিদেশিরা! নদীর বুক কাঁপিয়ে দিলেন প্রত্যয়
জেলা পরিষদের সদস্যের মতো একটি গুরুত্বপূর্ণ পদে থাকার পরে কিভাবে একজনের নাম অযোগ্যদের তালিকায় উঠে আসতে পারে, সে বিষয়ে স্থানীয়রা প্রশ্ন তুলছেন। পাশাপাশি তারা বলছেন, এই ঘটনায় যেই যুক্ত থাকুক না কেন, তাদের উপযুক্ত শাস্তি হওয়া দরকার। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ইতিহাস পড়াতেন, জেলা পরিষদের সদস্যও! শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে ফাঁসলেন! নাম অযোগ্যদের তালিকায়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement