এমন দৃশ্য দেখেই 'মাথা খারাপ'! রাতারাতি সাফ হয়ে গেল সেগুন বাগান, অডিও ক্লিপ নিয়ে তরজা

Last Updated:

রাতের অন্ধকারে গাছ কেটে উজাড় করে দেওয়া হল এলাকা। একসঙ্গে প্রায় ৪৭টি সেগুন গাছ কেটে ফেলা হয়েছে।

কেটে ফেলা হয়েছে গাছ।
কেটে ফেলা হয়েছে গাছ।
বানারহাট, জলপাইগুড়ি, রকি চৌধূরি: চাঞ্চল্যকর ঘটনা সামনে এল জলপাইগুড়ির বানারহাট ব্লকের দুরামারিতে। রাতের অন্ধকারে গাছ কেটে উজাড় করে দেওয়া হল এলাকা। একসঙ্গে প্রায় ৪৭টি সেগুন গাছ কেটে ফেলা হয়েছে বলে অভিযোগ। রাতারাতি চন্দ্রকান্ত হাই স্কুলের প্রাঙ্গণ থেকে কেটে ফেলা হয়েছে গাছগুলি।
জানা গিয়েছে, এদিন রবিবার স্থানীয়রা প্রথমে বিষয়টি লক্ষ্য করেন দেখতে পান স্কুলের পিছনে সেগুন গাছের গোটা বাগান আর যত উধাও মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে পড়ে গ্রামে স্থানীয়রা ভিড় জমান স্কুল প্রাঙ্গণে।
আরও পড়ুন : ভাগীরথীতে ইতিহাস! হাড্ডাহাড্ডি লড়াইয়ে হার মানলেন বিদেশিরা! নদীর বুক কাঁপিয়ে দিলেন প্রত্যয়
এলাকাবাসীর অভিযোগ সরকারি জমি থেকে যেভাবে গাছগুলি কেটে ফেলা হয়েছে, যার পেছনে রয়েছে বড় কোনও চক্র। তাই গোপনে কারা এই কারসাজি করেছে, সেই ঘটনার তদন্তের দাবি তুলেছেন স্থানীয়রা। পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবিও উঠেছে। অন্যদিকে প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে।
advertisement
advertisement
আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে লালগড়ে কড়া প্রশাসন! অবৈধ বালি পাচার রুখতে বিশেষ অভিযান, গ্রেফতার খাদান মালিক
একটি ভাইরাল হওয়া ভিডিও ক্লিপ (যা সত্যতা যাচাই করেনি নিউজ এইট্টিন বাংলা) নিয়ে তরজা তুঙ্গে উঠেছে। এখানে খালবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও পুলিশের কথোপকথন শোনা গিয়েছে অভিযোগ গাছ কাটার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল। পুলিশ। তাহলে সরকারি জমি থেকে কিভাবে রাতারাতি এতগুলি গাছ কেটে ফেলা হল এবং কেন পুলিশ তাতে বাধা দিল না, সে নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে।
advertisement
যদিও গাছ কেটে ফেলার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় বানারহাট থানার পুলিশ এবং বন দফতরের কর্মীরা। তবে কারা এই ঘটনার পিছনে রয়েছে, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। স্থানীয়দের বক্তব্য, যদি প্রশাসন দ্রুত ব্যবস্থা না নেয়, তবে সরকারি জমির এই অবৈধ দখল ও গাছ পাচারের ঘটনা আরও বাড়বে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
এমন দৃশ্য দেখেই 'মাথা খারাপ'! রাতারাতি সাফ হয়ে গেল সেগুন বাগান, অডিও ক্লিপ নিয়ে তরজা
Next Article
advertisement
Parineeti Chopra's Baby Name: ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
  • ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের

  • ছেলের কী নাম রাখলেন দেখে নিন

  • নামের অর্থ জানুন

VIEW MORE
advertisement
advertisement