মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে লালগড়ে কড়া প্রশাসন! অবৈধ বালি পাচার রুখতে বিশেষ অভিযান, গ্রেফতার খাদান মালিক

Last Updated:

আটক বালি তোলার সরঞ্জাম, গাড়ি সহ বিভিন্ন জিনিস। গ্রেফতার করা হয়েছে বালি খাদানের মালিক বিধান পাত্রকে।

নদীগর্ভে বালি উত্তোলন।
নদীগর্ভে বালি উত্তোলন।
ঝাড়গ্রাম, রাজু সিং : রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই অবৈধ বালি পাচার রুখতে তৎপরতা। তৎপর হয়েছে ঝাড়গ্রাম জেলা প্রশাসন। শনিবার ঝাড়গ্রাম জেলার লালগড় থানা এলাকায় বিশেষ অভিযান। অবৈধ্য ভাবে নদী গর্ভ থেকে বালি উত্তোলন চলছিল। সেই খবর পেয়েই তৎপর হয়ে ওঠে প্রশাসন। চালানো হয় অভিযান। বন্ধ করা হয়েছে অবৈধ বালি উত্তোলন।
এই খবর অভিযান চালিয়ে গ্রেফতার হয় বালি খাদানের মালিককেও। ভূমি দফতর আধিকারিক বিএলআরও অভিযোগে এদিন পুলিশ ও ভূমি দফতর অভিযান চালায়। জেলা প্রশাসন সূত্রে খবর, বর্ষাকালে নদী গর্ভ থেকে বালি উত্তলন করা যায় না। কিন্তু সেই নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে অবৈধভাবে বালি উত্তোলন করা চলছিল।
আরও পড়ুন : অন্তঃসত্ত্বা স্ত্রী ঘরে অপেক্ষায়! বাইক দুর্ঘটনায় প্রাণ গেল নাবালক স্বামী ও এক যুবতীর
জানা গিয়েছে, এই খবর বেশ কয়েক দিন ধরেই আসছিল প্রশাসনের কাছে। যেখানে বালি তোলার উপর নিষেধাজ্ঞা রয়েছে, ওই এলাকায় অবৈধভাবে বালি তোলার অভিযোগ উঠেছিল। তারপর অভিযানে চালানো হয়। সেই অভিযানে প্রশাসন আটক করেছে বালি তোলার সরঞ্জাম, গাড়ি সহ বিভিন্ন জিনিস। গ্রেফতার করা হয়েছে বালি খাদানের মালিক বিধান পাত্রকে।
advertisement
advertisement
আরও পড়ুন : ভাগীরথীতে ইতিহাস! হাড্ডাহাড্ডি লড়াইয়ে হার মানলেন বিদেশিরা! নদীর বুক কাঁপিয়ে দিলেন প্রত্যয়
বিশেষজ্ঞরা বলছেন, বর্ষাকালে নদী থেকে তুললে পরিবেশের ব্যাপক ক্ষতি হয়। তাছাড়াও নানারকম দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায়। কিন্তু কিছু অসৎ ব্যবসায়ী নিয়মের তোয়াক্কা না করে এইসব কাজ চালিয়ে যান। এই বিষয়ে প্রশাসন যত কঠোর হবে, ততই অসাধু কারবার ঠেকানো সম্ভব হবে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে লালগড়ে কড়া প্রশাসন! অবৈধ বালি পাচার রুখতে বিশেষ অভিযান, গ্রেফতার খাদান মালিক
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতায় ফের পারদপতন ! শীতের আমেজ রাজ্যের সর্বত্র, জারি কুয়াশার সতর্কতা
কলকাতায় ফের পারদপতন ! শীতের আমেজ রাজ্যের সর্বত্র, জারি কুয়াশার সতর্কতা
  • কলকাতায় ফের পারদপতন !

  • শীতের আমেজ রাজ্যের সর্বত্র

  • জারি কুয়াশার সতর্কতা

VIEW MORE
advertisement
advertisement