Purba Bardhaman News: বিশালাকায় দৈত্যের অত্যাচারে জেরবার, ষাঁড়কে জব্দ করতে নাস্তানাবুদ

Last Updated:

পুলিশ দ্রুততার সঙ্গে সমস্ত কাজটা করেছে। পশু আইনকে মান্যতা দিয়ে প্রশাসন ষাঁড়টিকে ঘুম পাড়ানোর ওষুধ দিয়ে বসে এনেছে ।

Purba Bardhaman News: Wired big ox captured after huge effort
Purba Bardhaman News: Wired big ox captured after huge effort
#পূর্ব বর্ধমান : ষাঁড়ের তাড়ায় অতিষ্ঠ হয়ে পড়েছিল এলাকার মানুষ। ঘর থেকে বেরোনোই দায় হয়ে পড়েছিল বাসিন্দাদের। কোনও ভাবেই ষাঁড়টিকে কাবু করতে পারছিলেন না স্থানীয়রা।  এরইমধ্যে ষাঁড়ের গুঁতোয় মৃত্যু হয়েছে একজনের, আহত এক ব্যক্তি। অবশেষে ঘুমপাড়ানি ইঞ্জেকশন দিয়ে জব্দ হল পূর্ব বর্ধমান জেলার কালনার শ্যামগঞ্জ পাড়ায় দু'জন ব্যক্তিকে আহত করা এক ষাঁড়।
কালনার শ্যামগঞ্জ পাড়া এলাকা থেকে ঘাতক সেই ষাঁড়টিকে উদ্ধার করা হয় এদিন। এই উদ্ধার কাজে হাজির ছিলেন কালনা পৌরসভার উপ পৌরপতি , কালনা মহকুমা শাসকের দফতরের আধিকারিকরা, কালনা দমকল বিভাগের আধিকারিক, BLDO অফিসার সহ বিশিষ্টজনেরা । এদিন ষাঁড়টিকে ঘুম পাড়ানোর ইনজেকশন দিয়ে কাবু করার পর বনদফতরের হাতে তুলে দেওয়া হয় ।
advertisement
advertisement
প্রসঙ্গত উল্লেখ্য গত কয়েকদিনে বেশ কয়েকজন মানুষকে এই ষাঁড়টি শিংয়ের গুঁতোয় জখম করেছিল। এর পরই প্রশাসনের তরফে ষাঁড়টিকে ধরার ব্যবস্থা করা হয়।  অবশেষে জব্দ করা গেল ষাঁড়টিকে । প্রশাসনের এই পদক্ষেপে খুশি হয়েছেন স্থানীয়রা ।
advertisement
স্থানীয়রা বলেন, পুলিশ দ্রুততার সঙ্গে সমস্ত কাজটা করেছে। পশু আইনকে মান্যতা দিয়ে প্রশাসন ষাঁড়টিকে ঘুম পাড়ানোর ওষুধ দিয়ে বসে এনেছে । এতে স্বস্তি পেয়েছেন তাঁরা । গত কয়েকদিন ধরে নাজেহাল হয়ে পড়েছিলেন তাঁরা । ঘর থেকে বেরোলেই আতঙ্কে ছিলেন এই বুঝি ষাঁড় এসে গুঁতো মারে । পুলিশের কাজের প্রশংসা করেন স্থানীয় বাসিন্দারা।
advertisement
Malobika Biswas
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purba Bardhaman News: বিশালাকায় দৈত্যের অত্যাচারে জেরবার, ষাঁড়কে জব্দ করতে নাস্তানাবুদ
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement