Purba Bardhaman News: বিশালাকায় দৈত্যের অত্যাচারে জেরবার, ষাঁড়কে জব্দ করতে নাস্তানাবুদ
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
পুলিশ দ্রুততার সঙ্গে সমস্ত কাজটা করেছে। পশু আইনকে মান্যতা দিয়ে প্রশাসন ষাঁড়টিকে ঘুম পাড়ানোর ওষুধ দিয়ে বসে এনেছে ।
#পূর্ব বর্ধমান : ষাঁড়ের তাড়ায় অতিষ্ঠ হয়ে পড়েছিল এলাকার মানুষ। ঘর থেকে বেরোনোই দায় হয়ে পড়েছিল বাসিন্দাদের। কোনও ভাবেই ষাঁড়টিকে কাবু করতে পারছিলেন না স্থানীয়রা। এরইমধ্যে ষাঁড়ের গুঁতোয় মৃত্যু হয়েছে একজনের, আহত এক ব্যক্তি। অবশেষে ঘুমপাড়ানি ইঞ্জেকশন দিয়ে জব্দ হল পূর্ব বর্ধমান জেলার কালনার শ্যামগঞ্জ পাড়ায় দু'জন ব্যক্তিকে আহত করা এক ষাঁড়।
কালনার শ্যামগঞ্জ পাড়া এলাকা থেকে ঘাতক সেই ষাঁড়টিকে উদ্ধার করা হয় এদিন। এই উদ্ধার কাজে হাজির ছিলেন কালনা পৌরসভার উপ পৌরপতি , কালনা মহকুমা শাসকের দফতরের আধিকারিকরা, কালনা দমকল বিভাগের আধিকারিক, BLDO অফিসার সহ বিশিষ্টজনেরা । এদিন ষাঁড়টিকে ঘুম পাড়ানোর ইনজেকশন দিয়ে কাবু করার পর বনদফতরের হাতে তুলে দেওয়া হয় ।
advertisement
advertisement
প্রসঙ্গত উল্লেখ্য গত কয়েকদিনে বেশ কয়েকজন মানুষকে এই ষাঁড়টি শিংয়ের গুঁতোয় জখম করেছিল। এর পরই প্রশাসনের তরফে ষাঁড়টিকে ধরার ব্যবস্থা করা হয়। অবশেষে জব্দ করা গেল ষাঁড়টিকে । প্রশাসনের এই পদক্ষেপে খুশি হয়েছেন স্থানীয়রা ।
advertisement
স্থানীয়রা বলেন, পুলিশ দ্রুততার সঙ্গে সমস্ত কাজটা করেছে। পশু আইনকে মান্যতা দিয়ে প্রশাসন ষাঁড়টিকে ঘুম পাড়ানোর ওষুধ দিয়ে বসে এনেছে । এতে স্বস্তি পেয়েছেন তাঁরা । গত কয়েকদিন ধরে নাজেহাল হয়ে পড়েছিলেন তাঁরা । ঘর থেকে বেরোলেই আতঙ্কে ছিলেন এই বুঝি ষাঁড় এসে গুঁতো মারে । পুলিশের কাজের প্রশংসা করেন স্থানীয় বাসিন্দারা।
advertisement
Malobika Biswas
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 15, 2022 3:06 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purba Bardhaman News: বিশালাকায় দৈত্যের অত্যাচারে জেরবার, ষাঁড়কে জব্দ করতে নাস্তানাবুদ