East Bardhaman News: ১১ বছর আগের একটা দুর্ঘটনায়...এক হাতেই সংসারের হাল ফিরিয়েছেন! চা বিক্রেতার কাহিনী শুনলে চমকে যাবেন
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Sayani Sarkar
Last Updated:
একহাতেই বানাচ্ছেন চা, করছেন পরিবেশন, নিচ্ছেন টাকা, যেন এক হাতই তার দশটা হাতের সমান। কোন বাধাই যেন বাধা নয় তার কাছে।অদম্য মনের জোর আর ইচ্ছা শক্তি দিয়ে লড়াই করে আজ জয়ী বুবাই।
রায়না,পূর্ব বর্ধমান, সায়নী সরকার: একহাতেই বানাচ্ছেন চা, করছেন পরিবেশন, নিচ্ছেন টাকা, যেন এক হাতই তার দশটা হাতের সমান। কোন বাধাই যেন বাধা নয় তার কাছে।অদম্য মনের জোর আর ইচ্ছা শক্তি দিয়ে লড়াই করে আজ জয়ী বুবাই। মেয়ে ও পরিবারের মুখ চেয়ে একটি হাত নিয়েই চালাচ্ছেন চায়ের দোকান। শরীরের একটি প্রধান অঙ্গ না থাকলেও যে মনের জোর দিয়ে জয়ী হাওয়া যায় তা প্রমান করেছেন তিনি।তার এই লড়াইকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন।
পূর্ব বর্ধমান জেলার রায়না থানা এলাকার বাসিন্দা বুবাই বাগ, পেশায় ছিলেন গাড়ির চালক। পরিবারের রয়েছে মা, বাবা,স্ত্রী ও মেয়ে তার উপার্জনের টাকায় হেসে খেলে চলত সংসার। হঠাৎ ঘটে ছন্দপতন, টায়ার বাস্ট করে গাড়ি উল্টে আহত হলেন তিনি, বাদ যায় একটি হাত। বন্ধ হয়ে যায় গাড়ি চালানোর কাজ কিন্তু পরিবারের জন্য ঘুরে দাঁড়াতেই হবে তাকে তাই বছর দুয়েক পর মেয়ের কথা চিন্তা করে নতুন করে শুরু করেন লড়াই। সেহারাবাজার এলাকায় খুলেন একটি চায়ের দোকান।
advertisement
বর্তমানে এই চায়ের দোকান করেই চলছে তার সংসার। বুবাই বাগ বলেন, ‘‘আজ থেকে প্রায় ১১ বছর আগে একটি দুর্ঘটনায় আমার হাত চলে যায়৷ বাড়িতে বাবা, মা, স্ত্রী আর একটি মেয়ে কীভাবে সংসার চালাব বুঝে উঠতে পারছিলাম না। বছর দুয়েক পর মনের জোর নিয়ে একটি চায়ের দোকান করি।এখন এখান থেকে যা উপার্জন করি তাতে চলে যায়।পাশাপাশি তিনি আরও বলেন মনের জোর থাকলে সব কিছু করা সম্ভব।’’
advertisement
advertisement
মানুষের সব কিছু হারানোর পরেও যদি মনের জোর থাকে, তবে সমস্ত কিছু করা সম্ভব তা প্রমাণ করেছেন বুবাই।অদম্য ইচ্ছাশক্তিই আসল শক্তি, যার কাছে কোনো প্রতিবন্ধকতাই শেষ কথা নয়। তার এই হার না মানা জীবনযুদ্ধকে স্যালুট জানিয়েছেন সকলে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 05, 2025 8:53 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: ১১ বছর আগের একটা দুর্ঘটনায়...এক হাতেই সংসারের হাল ফিরিয়েছেন! চা বিক্রেতার কাহিনী শুনলে চমকে যাবেন
